জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বশেমুরবিপ্রবিসাস) কার্যনির্বাহী পরিষদের ২০২৩-২৪ এর নবনির্বাচিত সদস্যরা।
বুধবার (১১ অক্টোবর) বিকেল ৫ টায় টুঙ্গিপাড়াস্থ জাতির পিতার সমাধিসৌধে এই শ্রদ্ধা জানানো হয়।
বশেমুরবিপ্রবিসাসের নবনির্বাচিত সভাপতি মো. আব্দুল ওহাব ও সাধারণ সম্পাদক শাহ মো. জহরুল ইসলামের নেতৃত্বে সাংবাদিক সমিতির সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় অন্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি খাদিজা জাহান তান্নি, যুগ্ম-সাধারণ সম্পাদক অহনা মজুমদার, সাংগঠনিক সম্পাদক মো. রুবেল শেখ, দপ্তর সম্পাদক মো. রিশাদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফাহমিদ আহসান আকাশ, অর্থ সম্পাদক হাবিবুর রহমান উৎস এবং কার্যনির্বাহী সদস্য মো. মাসুদ রানা।
নবগঠিত কমিটির সভাপতি মো. আব্দুল ওহাব বলেন, ‘স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদান ছিল অতুলনীয়। সেই আদর্শের প্রতি সন্মান ও শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের কার্যক্রম শুরু করছি। নতুন উদ্যমে সত্য ও ন্যায়ের উপর অটুট থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় সাংবাদিক সমিতি পূর্বের ন্যায় কাজ করে যাবে।’
গত ৯ অক্টোবর বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতির ২০২৩-২৪ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ১০ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।
মন্তব্য করুন