ববি প্রতিনিধি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ১০:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ববিতে শিক্ষার্থী নির্যাতনের বিচার চেয়ে অভিযোগ, তদন্ত কমিটি গঠন

ববি ইংরেজি বিভাগের শিক্ষার্থী মুকুল আহমেদকে নির্যাতন। ছবি : কালবেলা
ববি ইংরেজি বিভাগের শিক্ষার্থী মুকুল আহমেদকে নির্যাতন। ছবি : কালবেলা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী মুকুল আহমেদ তার ওপর অত্যাচার ও নির্যাতনের ন্যায়বিচার চেয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থবর্ষের শিক্ষার্থী তানজিদ মঞ্জু ও শিহাব উদ্দিনের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। তারা দুজনই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

রোববার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, প্রভোস্ট ও নিজ বিভাগের চেয়ারম্যান বরাবর অভিযোগ দেন ভুক্তভোগী মুকুল। পরে উপাচার্যের আদেশে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক নোটিশে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।

রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নাজমুল কায়েসকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়। অন্য সদস্যরা হলেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক রিফাত ফেরদাউস ও পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজ আলম।

মুকুল আহমেদের অভিযোগে বলা হয়, বঙ্গবন্ধু হলের ৫০২০ নম্বর রুমের একজন আবাসিক শিক্ষার্থী তিনি। গত ১২ অক্টোবর রাতে একই বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের (৮ম ব্যাচ) শিক্ষার্থী তানজিদ মঞ্জু আমাকে কয়েকবার কল দিয়ে দেখা করার কথা বলে। রুম থেকে বের হলে আমার সঙ্গে মঞ্জুর দেখা হয়। সে আমাকে বঙ্গবন্ধু হলের ৪০১৯ নম্বর রুমে নিয়ে মোবাইল কেড়ে নেয়। এরপর তানজিদ মঞ্জু ও শিহাব উদ্দিন আমাকে নির্মমভাবে নির্যাতন করে। এক পর্যায়ে আমি বেহুঁশ হয়ে পড়ি। আনুমানিক রাত ৩টার দিকে আমার রুমমেট আহাদ খান রাফি আমাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। পরে আমাকে শেরেবাংলা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

পরীক্ষা-নিরীক্ষা করার পরে দায়িত্বরত চিকিৎসক জানান যে, আমার বাম হাত খুব বাজেভাবে ভেঙে গেছে। বুকের পাঁজরও বেশ আঘাতপ্রাপ্ত হয়েছে।

এই ধরনের বিকৃত মস্তিষ্কের শিক্ষার্থীরা যতদিন ক্যাম্পাসে থাকবে ততদিন পর্যন্ত সাধারণ শিক্ষার্থীরা কখনোই নিরাপদ বোধ করবে না বলে জানায় অভিযোগপত্রে। তাদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানান ভুক্তভোগী মুকুল।

এদিকে ওই ঘটনায় ৪০১৯ নম্বর কক্ষ সিলগালা করে দিয়েছেন বঙ্গবন্ধু হলের প্রভোস্ট আরিফ হোসেন।

তিনি জানান, ‘ওই কক্ষে তাকে মারধর করা হয়েছে বলে জেনেছি। কক্ষটি সিলগালা করে দেওয়া হয়েছে। ভুক্তভোগীর কাছ থেকে একটি অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম জানান, ‘এটি ঘৃণিত ও ন্যক্কারজনক ঘটনা। অভিযোগপত্র হাতে পেয়েছি। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হঠাৎ নিপা ভাইরাস আতঙ্ক, ভারতে বিশ্বকাপ হবে তো?

জামায়াত ক্ষমতায় এলে হিন্দুদের জামাই আদরে রাখা হবে : কৃষ্ণনন্দী

প্রথমবার একসঙ্গে প্রীতম-মেহজাবীন

পাবনায় বিএনপি-জামায়াত কর্মীদের মধ্যে উত্তেজনা

ত্রয়োদশ সংসদ নির্বাচন / পোস্টাল ভোটে রেকর্ড নিবন্ধন, দেশে পৌঁছল যত ভোট

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এক প্রার্থী

মাগুরায় হঠাৎ আলোচনায় সাকিব আল হাসানের বাড়ির সংস্কার

ওটিটি জগতে ‘দোয়েল’-এর পথচলা শুরু 

মাঠের অভাবে খেলাধুলা থেকে দূরে শিশুরা : বিএফইউজে মহাসচিব

১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধে বিল পাস

১০

নির্বাচনে পক্ষপাতিত্ব প্রমাণ হলে পরিণতি হবে ভয়াবহ : ইসি সানাউল্লাহ

১১

বিএনপি ক্ষমতায় এলে দেশ আবার উঠে দাঁড়াবে : ড. জালাল

১২

২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমান

১৩

বাংলাদেশকে নিয়ে ভিন্ন ‘গেম’ খেলছে ভারত!

১৪

বিএনপির আরও ১০ নেতাকে দুঃসংবাদ

১৫

সিলেট-৫ আসনে জমিয়ত সভাপতিকে সমর্থন দেবে ইসলামী আন্দোলন?

১৬

শুভশ্রীর রাজনীতিতে আসা নিয়ে মুখ খুললেন রাজ

১৭

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি ২ কিশোর আহত

১৮

বিএনপির নারী প্রার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, সেই বিএনপি নেতা বহিষ্কার

১৯

বৃদ্ধ দম্পতিকে হত্যা

২০
X