সহকর্মীকে যৌন হয়রানির দায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষককে বিভাগের শ্রেণিকক্ষে পাঠদান, পরীক্ষাসংক্রান্ত বিষয় ও প্রশাসনিক সকল দায়িত্ব থেকে থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক এনামুল হককে এ অব্যাহতি প্রদান করা হয়েছে।
সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের একাধিক সিন্ডিকেট সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন।
রোববার রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় ৫২৫তম সিন্ডিকেট সভায় তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
জানা যায়, গত ১২ জুন রাবির জিয়া পরিষদের নতুন কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন অধ্যাপক এনামুল হক। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী সেলের আহ্বায়ক অধ্যাপক তানজিমা জোহরা হাবিব বলেন, ‘সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগে অধ্যাপক এনামুল হকের বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছিল৷ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কয়েকটি সুপারিশসহ প্রতিবেদন জমা দেয়া হয়৷ সেই সুপারিশ অনুযায়ী গতকাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ওই অধ্যাপকের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত গ্রহণ করার বিষয়টি আমিও শুনেছি। তবে এখনো অফিশিয়ালি কোনো চিঠি পাইনি।’
গত ২১ মে বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের দুই নারী সহকর্মীর সঙ্গে অশালীন অঙ্গভঙ্গি প্রদর্শন ও যৌন হয়রানিমূলক আচরণের অভিযোগ উঠে অধ্যাপক এনামুল হকের বিরুদ্ধে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর ৯ জন শিক্ষকের পক্ষে একটি লিখিত অভিযোগ দেন বিভাগটির সভাপতি অধ্যাপক মাহবুবা কানিজ কেয়া।
অভিযোগের প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তী ঘটনা তদন্ত করে কিছু সুপারিশসহ প্রতিবেদন জমা দেওয়া হয়।
মন্তব্য করুন