ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩, ০৬:০৯ পিএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ০৬:২৯ পিএম
অনলাইন সংস্করণ

নেতাকর্মীদের মুক্তিসহ নির্দলীয় সরকারের দাবি ঢাবির বিএনপিপন্থি শিক্ষকদের

বৃহস্পতিবার ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন বিএনপিপন্থি শিক্ষকরা। ছবি : কালবেলা
বৃহস্পতিবার ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন বিএনপিপন্থি শিক্ষকরা। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি, গ্রেপ্তার বন্ধ এবং নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজতি এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

এ সময় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান বলেন, আপনারা যদি জনগণের ভাষা বুঝতে না পারেন তাহলে জনগণের দাবির কাছে, গণআন্দোলনের কাছে আপনাদের পদত্যাগ করতেই হবে। হয় জনগণের আন্দোলনের মুখে আপনারা পদত্যাগ করবেন, না হয় দেশের গণতন্ত্র ও ভোটাধিকার নিয়ে বিদেশি মহল যে উদ্বেগ প্রকাশ করেছে, আমরা মনে করি তাদের চাপেও হয়তো আপনাদের পদত্যাগ করতে হবে।

তিনি বলেন, ‘দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা এবং বাজার মূল্য, সবকিছু বিবেচনা করলে হয়তো একদিন দেশ চালাতে ব্যর্থ হয়েও আপনাদের পদত্যাগ করতে হতে পারে। সরকারের প্রতি আমাদের আহ্বান, আপনার পদত্যাগ করে নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন। আমরা আপনাদের কাছ থেকে সেই সৎসাহস প্রত্যাশা করি।’

সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, ২০১৪ এবং ১৮ সালে দুটি প্রহসনমূলক নির্বাচন হয়েছে। বর্তমান সরকার আবারও একটি প্রহসনমূলক নির্বাচনের সব আয়োজন সম্পন্ন করেছে।

তিনি দাবি করেন, ২৮ অক্টোবরের ঘটনায় ইতিমধ্যে বিএনপির ১০ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

সাদা দলের সাবেক আহ্বায়ক এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে হামলা করেছে। তারাই গাড়ি ভাঙচুর করেছে, বিচারপতির বাড়ি ভাঙচুর করেছে, অ্যাম্বুলেন্স পুড়িয়েছে।

তিনি আরও বলেন, সারা দেশে গণগ্রেপ্তার চলছে। এত কিছুর মধ্যেও বিএনপি মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘যাদেরকে আমার লোক মনে করেছি, তারা এখন জামায়াতের রুকন’

জামায়াত আমিরের সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ

ভারত থেকে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল কিনবে সরকার

হাদি হত্যাকাণ্ডের চার্জশিট নিয়ে ইনকিলাব মঞ্চের প্রতিক্রিয়া

ক্রিকবাজের দাবি / আপাতত বাংলাদেশের অনুরোধে সাড়া দেয়নি আইসিসি

নতুন যে বার্তা দিলেন ‍মুস্তাফিজ

চমক রেখে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা লঙ্কানদের

২৮ ভরি স্বর্ণ জামায়াত প্রার্থীর, পেয়েছেন বিয়েতে উপহার

বিদেশি পর্যবেক্ষকদের খরচ দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা টিআইবির

প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রশ্নফাঁসের গুঞ্জন নিয়ে যা বলছে অধিদপ্তর

১০

মেশিনেই ফের জকসুর ভোট গণনার সিদ্ধান্ত

১১

চেকপোস্টে ফাঁকি দিয়ে জবি ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ

১২

আকাশ গো ওটিটির যাত্রা শুরু

১৩

আগ্রাসন বিরোধী আন্দোলনের উদ্যোগে ‘জুলাই বীর সম্মাননা’ অনুষ্ঠান বুধবার

১৪

গোয়েন্দা সংস্থাকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা অনাকাঙ্ক্ষিত

১৫

বিশ্বকাপ খেলা নিয়ে বিসিবির সঙ্গে বৈঠকে বসছে আইসিসি

১৬

তারেক রহমানের নিরাপত্তা টিমে যুক্ত হলেন আরও ৩ জন

১৭

জকসুর ভোট গণনা নিয়ে যা জানাল নির্বাচন কমিশন

১৮

আগ্রাসনবিরোধী আন্দোলনের উদ্যোগে ‘জুলাই বীর সম্মাননা’ অনুষ্ঠান বুধবার 

১৯

বিশ্বকাপে ভারতে না গেলে আর্থিক ক্ষতির মুখে পড়বে বিসিবি!

২০
X