ইবি প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ইবিতে ফুটবল-ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ

ইবিতে ফুটবল-ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ। ছবি : কালবেলা
ইবিতে ফুটবল-ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ। ছবি : কালবেলা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফুটবল ও ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের ১২ জন আহত হয়েছেন।

আহত ক্রিকেট পক্ষের শিক্ষার্থীরা হলেন- মার্কেটিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের হাফিজ, তূর্য ও আলী রিয়াজ, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের একই শিক্ষাবর্ষের জ্যাকি ও সিয়াম, অর্থনীতি বিভাগের একই শিক্ষাবর্ষের সাদি, বাংলা বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ধ্রুব এবং ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাফি।

এদিকে আহত ফুটবল পক্ষের শিক্ষার্থীরা হলেন- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের জিয়ন ও কবির, ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের বিজন ও আরবি ভাষা ও সাহিত্য বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেজবাহ।

আহতদের মধ্যে তূর্যের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়ায় পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে ফুটবল মাঠের দক্ষিণ পাশে ফুটবল খেলছিল এক দল শিক্ষার্থী। একই সঙ্গে মাঠের উত্তর পাশের ক্রিকেট পিচে ক্রিকেট খেলছিল অন্য এক দল শিক্ষার্থী। খেলার এক পর্যায়ে ফুটবল মাঠে ফিল্ডার না রাখার জন্য তূর্যকে বলেন আইসিটি বিভাগের জাকারিয়া। এ নিয়ে তূর্যের সঙ্গে কথা কাটাকাটি হয় তার। পরে ফুটবল মাঠ থেকে জিয়ন, কবির ও বিজন রায় এগিয়ে আসে।

এ সময় তূর্যের বন্ধু হাফিজ এগিয়ে এসে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। কথা কাটাকাটির একপর্যায়ে তূর্য ও হাফিজকে স্ট্যাম্প দিয়ে মারধর ও লাথি মারে বলে অভিযোগ হাফিজের। এ ঘটনায় তূর্য ও হাফিজ আহত হলে তাদের বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়।

এ সময় আবারও ফুটবল খেলা শুরু করেন তারা। পরে ক্রিকেট পক্ষের বন্ধুরা একত্র হয়ে ব্যাট ও স্টাম্প নিয়ে গোল কিপার বিজনকে এলোপাতাড়ি মারধর শুরু করে। পরে বিজনকে নিয়ে চিকিৎসা কেন্দ্রে যাওয়ার পথে ডায়না চত্বরে লাঠিসোটা নিয়ে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। এতে আলী রিয়াজ, জ্যাকি, সিয়াম, সাদি, শাফি, ধ্রুব, মেজবাহ আহত হয়।

পরে আহতদের চিকিৎসা কেন্দ্রে পাঠানো হলে সেখানে উভয়পক্ষ ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ঘটনাস্থলে শাখা ছাত্রলীগ সভাপতি কামরুল হাসান অনিক, যুগ্ম সম্পাদক হোসাইন মজুমদার ও ছাত্রলীগ নেতা বিপুল হোসাইন খান ও ইবি থানার পুলিশ এসে পরিস্থিতি শান্ত করেন।

ক্রিকেট পক্ষের আহত শাফি বলেন, ‘আমরা মাঠে সাত-আটজন ছিলাম। তারা মাঠের ওইপাশ থেকে বাঁশ নিয়ে এসে আমাদের ওপর হামলা করে। পরে আমাদের বন্ধুরা আসলে তাদেরও তারা মারধর করে।’

ফুটবল পক্ষের কবির বলেন, ফুটবল খেলা চলাকালীন তাদের একজন আমাদের এরিয়ার মধ্যে এসে ফিল্ডিং করে। তাদের এখানে ফিল্ডার না রাখার অনুরোধ করি। এ ছাড়া বল আসলে দিয়ে দেওয়ার কথা বলি। কিন্তু তারা তা না করে আমাদের লাঠিসোটা নিয়ে মারধর করে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, ‘ঘটনা শোনার পর ঘটনাস্থলে সহকারী প্রক্টরদের পাঠিয়েছি। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। খেলার মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে শিক্ষার্থীরা দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা-৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বাবা-ছেলে

ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকারসহ ৪ জনের নিয়োগ বাতিল

নয়াপল্টনে দলীয় কার্যালয়ে তারেক রহমান 

চতুর্থ দিনের মতো শাহবাগ অবরোধ

দেশে চলমান শৈত্যপ্রবাহ কতদিন থাকবে জানালেন আবহাওয়া গবেষক 

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে : হামিম 

ঢাকা-৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন রবিন

এনসিপি নেত্রী নাবিলাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা

তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে যুবসমাজকে একজোট হওয়ার আহ্বান হাবিবের

উদার রাজনীতির দৃষ্টান্ত স্থাপন করেছেন তারেক রহমান : ডা. তৌহিদুর

১০

ফেনী-৩ আসনে আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র জমা

১১

জার্নালিজম ভর্তিচ্ছুদের জন্য এসইউবির ‘মিডিয়া ট্যালেন্ট হান্ট ২০২৬’

১২

ফেনীতে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা

১৩

নির্বাচনে অংশ নেবেন না আনোয়ার হোসেন মঞ্জু

১৪

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের আবু হানিফ

১৫

জকসু নির্বাচন, শিক্ষার্থীদের যাতায়াতের জন্য রুট প্ল্যান ঘোষণা

১৬

প্রকাশ্যে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ৩

১৭

শুরু হলো জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব

১৮

ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের মনোনয়নপত্র দাখিল

১৯

ইন্দোনেশিয়া  / বৃদ্ধাশ্রমে আগুন লেগে ১৬ জনের মৃত্যু

২০
X