এবার নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। বিশ্ববিদ্যালয়ের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধ করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। গত ২০ নভেম্বর ক্যাম্পাসে রাত ১০টার পরে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিরাগতরা ঘোরাঘুরি বা প্রবেশ করলে তার/তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়ার কথা জানান ওই প্রজ্ঞাপনে।
এদিকে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে প্রক্টরিয়াল বডির সৌজন্য সাক্ষাৎকারে প্রক্টর খোরশেদ আলম জানান, উপাচার্য (রুটিন দায়িত্ব) বদরুজ্জামান ভূঁইয়ার নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট ভিজিল্যান্স টিম গঠন করা হয়। যেখানে পুরো ক্যাম্পাসে মাদক রোধ ও বহিরাগতদের প্রবেশ ঠেকাতে প্রতিদিন পর্যবেক্ষণ করবেন। কেউ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর চেষ্টা করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ক্যাম্পাসে আলোকস্বল্পতা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি প্রকৌশলী দপ্তরে বলা হবে। তারা যেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এবং ক্যাম্পাস যে আলোয় পরিপূর্ণতা পায় সে ধরনের ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ গ্রহণ করা হবে।
এক সহকারী প্রক্টর বলেন, সামনে নির্বাচন তাই কোনো অপ্রীতিকর ঘটনা কেউ ঘটাতে না পারে সেজন্য আমরা সজাগ।
তিনি বলেন, উপাচার্যের নেতৃত্বে ইতিমধ্যে ক্যাম্পাস পরিচ্ছন্ন কার্যক্রম চলছে। এ ধারা অব্যাহত থাকবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া জানান, ‘আমাদের শিক্ষার্থীরা তাদের প্রয়োজনে সব সময়ই প্রবেশ করতে পারবে। কিন্তু বহিরাগতরা রাত ১০টার পরে প্রবেশ করতে পারবে না। সার্বিক দিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণের কথা বিবেচনা রেখে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।’
মন্তব্য করুন