রাবি প্রতিনিধি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ০৩:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনী তপশিল বাতিলের দাবি রাবি জিয়া পরিষদের

রাবিতে জিয়া পরিষদের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনের সামনে থেকে র‍্যালি ও কালো পতাকা মিছিল। ছবি : কালবেলা
রাবিতে জিয়া পরিষদের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনের সামনে থেকে র‍্যালি ও কালো পতাকা মিছিল। ছবি : কালবেলা

গণবিরোধী নির্বাচনী তপশিল বাতিলের দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদ। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনের সামনে থেকে র‍্যালি ও কালো পতাকা মিছিল বের করে তারা এসব দাবি করেন।

পরে মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

জিয়া পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক কুদরত-ই জাহান বলেন, ‘একটা গণতান্ত্রিক দেশে সকলের মতামত ও ভোটাধিকার প্রয়োগের প্রয়োজন আছে। কিন্তু যে তপশিল ঘোষণা করা হয়েছে এবং সরকার যে নির্বাচন করতে চাচ্ছে তা সকলের মতামত ও ভোটাধিকারকে ক্ষুণ্ন করেছে। সকলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতেই আমরা এখানে দাঁড়িয়েছি।’

সমাবেশে সংগঠনটির সদস্য অধ্যাপক ইফতিখারুল আলম মাসুদ বলেন, ‘২০১৪ ও ২০১৮ এর ধারাবাহিকতায় এবারও গণবিরোধী তপশিল ঘোষণা করা হয়েছে। সেই ভোটারবিহীন রাতের নির্বাচন ও প্রহসনের নির্বাচনের মতো সরকার আরেকটি নির্বাচন করতে চাচ্ছে। এর মধ্য দিয়ে তারা দেশকে একটি ভয়াবহ সংকটের দিকে ঠেলে দিচ্ছে।’

সমাবেশে পরিষদের সভাপতি অধ্যাপক এনামুল হক বলেন, ‘নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সকলের অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে এখানে দাঁড়িয়েছি৷ এ ছাড়া হঠাৎ করে সংলাপ না করে নির্বাচন কমিশন একটি ফরমায়েশি তপশিল ঘোষণা করেছে তার প্রতিবাদ জানিয়ে আমরা কালো পতাকা মিছিল করেছি। আমরা চাই, নিরপেক্ষ সরকারের অধীনে দেশের মানুষ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে তাদের ভোট প্রদান করতে পারে।’

এ সময় বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক এনামুল হকের সভাপতিত্বে সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদুল ইসলাম এবং পরিষদের বিভিন্ন নেতাকর্মীসহ অর্ধশতাধিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রদূত মেজর জেনারেল আমিনুল হককে প্রত্যাহার

সিলেটে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

কর্মহীন দক্ষিণের সাড়ে ৪ লাখ জেলে, কিস্তি আর দাদন নিয়ে চিন্তা

নির্বাচনে খালেদা জিয়ার ভূমিকা ও অংশগ্রহণ নিয়ে জানালেন তারেক রহমান

স্ক্রিনশট ফাঁস করে যা বললেন নুসরাত ফারিয়া

ইউআইইউতে রিয়েল লাইফ এআই ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ

বিসিবি নির্বাচনে পরিচালক পদে জয়ী হলেন যারা

উত্তরা ইউনিভার্সিটিতে শিক্ষকদের সম্মাননা

ফ্লোটিলার যাত্রীদের যেভাবে নির্যাতন করেছে ইসরায়েলি সেনারা

আরও দুটি জাতীয় দিবস চালু করল সরকার

১০

বিসিবি নির্বাচনের ফাঁস হওয়া ফলাফলে সভাপতি বুলবুল

১১

কখন গিলে নেয় ভিটেমাটি, ভাঙনের শঙ্কায় তিস্তাপাড়ের মানুষ

১২

অভিনব সাজে রাকসু নির্বাচনের প্রচারে প্রার্থী

১৩

সাধারণ কর্মী নিয়োগে বাংলাদেশ-সৌদি চুক্তি

১৪

এক মাস না যেতেই ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর পদত্যাগ

১৫

ত্বকে যেসব পরিবর্তন দেখলে সতর্ক হওয়া জরুরি, হতে পারে হার্টের সমস্যা!

১৬

রোহিঙ্গা যুবকের যাবজ্জীবন

১৭

নিজ বাড়িতে বৃদ্ধার ক্ষতবিক্ষত মরদেহ

১৮

৪ হাজার এএসআই নিয়োগে স্বরাষ্ট্রকে চিঠি, আছে অনেক শর্ত

১৯

‘সি’ ক্যাটাগরি থেকে বিসিবির পরিচালক পাইলট

২০
X