গণবিরোধী নির্বাচনী তপশিল বাতিলের দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদ। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনের সামনে থেকে র্যালি ও কালো পতাকা মিছিল বের করে তারা এসব দাবি করেন।
পরে মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
জিয়া পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক কুদরত-ই জাহান বলেন, ‘একটা গণতান্ত্রিক দেশে সকলের মতামত ও ভোটাধিকার প্রয়োগের প্রয়োজন আছে। কিন্তু যে তপশিল ঘোষণা করা হয়েছে এবং সরকার যে নির্বাচন করতে চাচ্ছে তা সকলের মতামত ও ভোটাধিকারকে ক্ষুণ্ন করেছে। সকলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতেই আমরা এখানে দাঁড়িয়েছি।’
সমাবেশে সংগঠনটির সদস্য অধ্যাপক ইফতিখারুল আলম মাসুদ বলেন, ‘২০১৪ ও ২০১৮ এর ধারাবাহিকতায় এবারও গণবিরোধী তপশিল ঘোষণা করা হয়েছে। সেই ভোটারবিহীন রাতের নির্বাচন ও প্রহসনের নির্বাচনের মতো সরকার আরেকটি নির্বাচন করতে চাচ্ছে। এর মধ্য দিয়ে তারা দেশকে একটি ভয়াবহ সংকটের দিকে ঠেলে দিচ্ছে।’
সমাবেশে পরিষদের সভাপতি অধ্যাপক এনামুল হক বলেন, ‘নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সকলের অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে এখানে দাঁড়িয়েছি৷ এ ছাড়া হঠাৎ করে সংলাপ না করে নির্বাচন কমিশন একটি ফরমায়েশি তপশিল ঘোষণা করেছে তার প্রতিবাদ জানিয়ে আমরা কালো পতাকা মিছিল করেছি। আমরা চাই, নিরপেক্ষ সরকারের অধীনে দেশের মানুষ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে তাদের ভোট প্রদান করতে পারে।’
এ সময় বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক এনামুল হকের সভাপতিত্বে সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদুল ইসলাম এবং পরিষদের বিভিন্ন নেতাকর্মীসহ অর্ধশতাধিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন