বাকৃবি প্রতিবেদক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ০৮:১৭ পিএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ০৮:৪১ পিএম
অনলাইন সংস্করণ

বাকৃবিতে রেললাইনের ক্লিপ খুলে নেওয়ায় আটক ১

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রেললাইন থেকে লোহা চুরির চেষ্টা হয়। ছবি : কালবেলা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রেললাইন থেকে লোহা চুরির চেষ্টা হয়। ছবি : কালবেলা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসের অভ্যন্তরে অবস্থিত ময়মনসিংহ-ঢাকা রেললাইনটির প্রায় ৫০ থেকে ৬০টি রেলওয়ে ক্লিপ এবং ৩টি জোড়ার ৬টি প্লেস প্লেট খুলে ফেলেছে দুজন দুর্বৃত্ত। হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের ছাত্রলীগ কর্মী মিশু মোরশেদের সহায়তায় পরে একজনকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আটকৃত ওই ব্যক্তির নাম অপু (৪০)। অপু বিশ্ববিদ্যালয়ের শেষমোড় এলাকার বাসিন্দা কুতুবউদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পুলিশ ক্যাম্পের এসআই লুৎফর রহমার। শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের লো অন ডাউন ব্রিজ সংলগ্ন এলাকায় ওই ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী মিশু মোরশেদ বলেন, গতকাল সন্ধ্যা ৬টা ১০ থেকে ৬টা ৩০ মিনিটের মাঝামাঝি সময় আমি এবং আমার বন্ধু সাদাব, আদিত্য এবং আবির হলের রাস্তা ধরে আব্দুল জব্বার মোড় যাচ্ছিলাম। ওই সময় দুজন অচেনা ব্যক্তিকে রেললাইনের দিক থেকে বস্তা করে কিছু নিয়ে আসতে দেখি। লোকটি বস্তাটি নামিয়ে রাস্তায় রাখলে লোহার শব্দ পাওয়ায় আমি কৌতূহলী হয়ে উঠি। পরে ওই লোকদের জিজ্ঞাসাবাদ করি। লোক দুজন বস্তায় তাদের নিজস্ব জিনিস নিয়ে যাচ্ছিলেন বলে দাবি করলে আমি জোর করে বস্তায় হাত দিয়ে বুঝতে পারি, সেগুলো রেললাইনের ইলাস্টিক ক্লিপ।

তিনি আরও বলেন, সেখানে আনুমানিক ৫০ থেকে ৬০ টি ক্লিপ ছিল যার ওজন প্রায় ৩৫ থেকে ৪০ কেজি। লোক দুজনকে জেরা করার মধ্যেই আমি বাকৃবি ছাত্রলীগ সভাপতি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মুঠোফোনে জানিয়ে দিই। এ সময় ওই দুজন দৌড়ে পালানোর চেষ্টা করলে আমি এবং আমার বন্ধুরা ওদের পিছু নিই। একপর্যায়ে একজনকে ধরতে সক্ষম হই। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির সদস্যরা এসে ওই দুর্বৃত্তকে পুলিশের কাছে হস্তান্তর করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মো. শফিকুর রহমান শিশির বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের জানালে আমরা দ্রুত সেখানে পৌঁছাই এবং অভিযুক্তকে পুলিশ ক্যাম্পে নিয়ে আসি। পরে তাদেরকে ময়মনসিংহ কোতোয়ালি থানায় পাঠিয়ে দেওয়া হয়।

দুর্বৃত্তের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থার ব্যাপারে জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি মো. শাহ কামাল বলেন, ওই দুর্বৃত্তকে আমরা জিআরপি থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি। সেখানে তার বিরুদ্ধে মামলা হবে। ক্লিপ খুলে নেওয়ার জন্য ট্রেন চলাচলে কোনো অসুবিধা হয়নি। রেললাইন কিছুক্ষণের মধ্যেই মেরামত করে দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত ক্ষমতায় এলে হিন্দুদের জামাই আদরে রাখা হবে : কৃষ্ণনন্দী

প্রথমবার একসঙ্গে প্রীতম-মেহজাবীন

পাবনায় বিএনপি-জামায়াত কর্মীদের মধ্যে উত্তেজনা

ত্রয়োদশ সংসদ নির্বাচন / পোস্টাল ভোটে রেকর্ড নিবন্ধন, দেশে পৌঁছল যত ভোট

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এক প্রার্থী

মাগুরায় হঠাৎ আলোচনায় সাকিব আল হাসানের বাড়ির সংস্কার

ওটিটি জগতে ‘দোয়েল’-এর পথচলা শুরু 

মাঠের অভাবে খেলাধুলা থেকে দূরে শিশুরা : বিএফইউজে মহাসচিব

১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধে বিল পাস

নির্বাচনে পক্ষপাতিত্ব প্রমাণ হলে পরিণতি হবে ভয়াবহ : ইসি সানাউল্লাহ

১০

বিএনপি ক্ষমতায় এলে দেশ আবার উঠে দাঁড়াবে : ড. জালাল

১১

২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমান

১২

বাংলাদেশকে নিয়ে ভিন্ন ‘গেম’ খেলছে ভারত!

১৩

বিএনপির আরও ১০ নেতাকে দুঃসংবাদ

১৪

সিলেট-৫ আসনে জমিয়ত সভাপতিকে সমর্থন দেবে ইসলামী আন্দোলন?

১৫

শুভশ্রীর রাজনীতিতে আসা নিয়ে মুখ খুললেন রাজ

১৬

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি ২ কিশোর আহত

১৭

বিএনপির নারী প্রার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, সেই বিএনপি নেতা বহিষ্কার

১৮

বৃদ্ধ দম্পতিকে হত্যা

১৯

অ্যাক্রেডিটেশন বাতিল কেন? আইসিসির কাছে জবাব চেয়েছে বিসিবি

২০
X