শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২
বাকৃবি প্রতিবেদক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ০৮:১৭ পিএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ০৮:৪১ পিএম
অনলাইন সংস্করণ

বাকৃবিতে রেললাইনের ক্লিপ খুলে নেওয়ায় আটক ১

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রেললাইন থেকে লোহা চুরির চেষ্টা হয়। ছবি : কালবেলা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রেললাইন থেকে লোহা চুরির চেষ্টা হয়। ছবি : কালবেলা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসের অভ্যন্তরে অবস্থিত ময়মনসিংহ-ঢাকা রেললাইনটির প্রায় ৫০ থেকে ৬০টি রেলওয়ে ক্লিপ এবং ৩টি জোড়ার ৬টি প্লেস প্লেট খুলে ফেলেছে দুজন দুর্বৃত্ত। হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের ছাত্রলীগ কর্মী মিশু মোরশেদের সহায়তায় পরে একজনকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আটকৃত ওই ব্যক্তির নাম অপু (৪০)। অপু বিশ্ববিদ্যালয়ের শেষমোড় এলাকার বাসিন্দা কুতুবউদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পুলিশ ক্যাম্পের এসআই লুৎফর রহমার। শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের লো অন ডাউন ব্রিজ সংলগ্ন এলাকায় ওই ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী মিশু মোরশেদ বলেন, গতকাল সন্ধ্যা ৬টা ১০ থেকে ৬টা ৩০ মিনিটের মাঝামাঝি সময় আমি এবং আমার বন্ধু সাদাব, আদিত্য এবং আবির হলের রাস্তা ধরে আব্দুল জব্বার মোড় যাচ্ছিলাম। ওই সময় দুজন অচেনা ব্যক্তিকে রেললাইনের দিক থেকে বস্তা করে কিছু নিয়ে আসতে দেখি। লোকটি বস্তাটি নামিয়ে রাস্তায় রাখলে লোহার শব্দ পাওয়ায় আমি কৌতূহলী হয়ে উঠি। পরে ওই লোকদের জিজ্ঞাসাবাদ করি। লোক দুজন বস্তায় তাদের নিজস্ব জিনিস নিয়ে যাচ্ছিলেন বলে দাবি করলে আমি জোর করে বস্তায় হাত দিয়ে বুঝতে পারি, সেগুলো রেললাইনের ইলাস্টিক ক্লিপ।

তিনি আরও বলেন, সেখানে আনুমানিক ৫০ থেকে ৬০ টি ক্লিপ ছিল যার ওজন প্রায় ৩৫ থেকে ৪০ কেজি। লোক দুজনকে জেরা করার মধ্যেই আমি বাকৃবি ছাত্রলীগ সভাপতি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মুঠোফোনে জানিয়ে দিই। এ সময় ওই দুজন দৌড়ে পালানোর চেষ্টা করলে আমি এবং আমার বন্ধুরা ওদের পিছু নিই। একপর্যায়ে একজনকে ধরতে সক্ষম হই। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির সদস্যরা এসে ওই দুর্বৃত্তকে পুলিশের কাছে হস্তান্তর করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মো. শফিকুর রহমান শিশির বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের জানালে আমরা দ্রুত সেখানে পৌঁছাই এবং অভিযুক্তকে পুলিশ ক্যাম্পে নিয়ে আসি। পরে তাদেরকে ময়মনসিংহ কোতোয়ালি থানায় পাঠিয়ে দেওয়া হয়।

দুর্বৃত্তের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থার ব্যাপারে জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি মো. শাহ কামাল বলেন, ওই দুর্বৃত্তকে আমরা জিআরপি থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি। সেখানে তার বিরুদ্ধে মামলা হবে। ক্লিপ খুলে নেওয়ার জন্য ট্রেন চলাচলে কোনো অসুবিধা হয়নি। রেললাইন কিছুক্ষণের মধ্যেই মেরামত করে দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের জামায়াতের সমালোচনা করলেন হেফাজত আমির

জবি ক্যাম্পাসে ছাত্রদল নেতা হাসিবুলের প্রথম জানাজা সম্পন্ন

গণতন্ত্রে উত্তরণে বিশ্বের সমর্থন পাওয়া গেছে : মির্জা ফখরুল

আমরা পা ছেড়ে মাথার রগে ফোকাস করছি, মজার ছলে সর্ব মিত্র

নাটকীয় ম্যাচ জিতে টাইগারদের সিরিজ জয়

জবি ছাত্রদল নেতার মৃত্যুতে হাসপাতালে ভিপি সাদিক কায়েম

হঠাৎ খিঁচুনিতে জবি ছাত্রদল নেতার মৃত্যু

আবারও ইনজুরিতে ইয়ামাল

ঈদগাহের নামকরণ নিয়ে দ্বন্দ্ব, দুই গ্রামবাসীর সংঘর্ষ

খুলনায় ছেলের হাতে বাবা খুন

১০

চাকসু নির্বাচন / ১৫ সেকেন্ডে দিতে হবে ১ ভোট

১১

‘ভোটের অধিকার না থাকায় শ্রমজীবীরা বেশি অমর্যাদার শিকার’

১২

এক গ্রামে ১১ জনের শরীরে মিলল অ্যানথ্রাক্সের উপসর্গ

১৩

থানায় জিডি করলেন সালাউদ্দিন টুকু

১৪

সংস্কৃতির ভেতরেই রাজনীতির সৃজনশীলতা নিহিত : দুদু

১৫

সাইফের চোখ বাঁচাতে প্রয়োজন ৩০ লাখ টাকা

১৬

সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১৪৮ রান

১৭

জাতিসংঘে ড. ইউনূসের সফর গণতন্ত্র ও মানবিক সংহতির বার্তা : প্রেস সচিব

১৮

বিরক্ত মেহজাবীন চৌধুরী

১৯

জামায়াত অন্তত ১৬০টি আসন পাবে : সাদ্দাম

২০
X