ইবি প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ১১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

পরীক্ষার দাবিতে ইবির ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের অফিসে তালা

ইবিতে ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের অফিসে তালা। ছবি : কালবেলা
ইবিতে ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের অফিসে তালা। ছবি : কালবেলা

পরীক্ষার দাবিতে বিভাগীয় অফিসে তালা লাগিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। শনিবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে বিষয়টি সমাধান না হওয়ায় দুপুর ২টার দিকে প্রধান ফটকে তালা লাগায় তারা। এতে ক্যাম্পাস থেকে ছেড়ে যাওয়া শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের বাসগুলো আটকা পড়ে। এ দিকে একই দিনে সকালে দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন বিভাগটির সভাপতি অধ্যাপক ড. শরিফুল ইসলাম।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বিভাগ থেকে প্রকাশিত রুটিনে গত ৩১ অক্টোবর পরীক্ষা শুরু হওয়ার কথা। তবে পরীক্ষার আগে শিক্ষার্থীরা জানতে পারেন এ ব্যাচের ১ম বর্ষের নন-ক্রেডিট কোর্সে সাতজন ফেল করেছেন।

বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক অর্ডিন্যান্স অনুযায়ী, কোনো শিক্ষার্থী নন-ক্রেডিট পরীক্ষায় ফেল করলে ২য় বর্ষের মধ্যে তাকে সেই কোর্সে পাস করতে হবে। ২য় বর্ষের মধ্যে পাস করতে অপারগ হলে ৩য় বর্ষে প্রমোশন পাবেন না তিনি। এদিকে ২য় বর্ষে পাস না করলেও ভুলবশত তাদের ৩য় বর্ষে প্রমোশন দেয় কর্তৃপক্ষ।

শিক্ষার্থীদের দাবি, অক্টোবরের ২য় সপ্তাহে বিভাগের সভাপতির সঙ্গে কথা বলে নন-ক্রেডিট কোর্সের পরীক্ষা প্রদানের জন্য আবেদন করেন অকৃতকার্য শিক্ষার্থীরা। এ দিকে প্রায় একমাস পরে ১১ নভেম্বর শিক্ষকের সঙ্গে আলোচনাক্রমে নন-ক্রেডিট পরীক্ষা গ্রহণের জন্য প্রশাসনের কাছে আবেদন করে বিভাগটি।

বিশ্ববিদ্যালয়ের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ বলেন, গত ১১ নভেম্বর বিভাগ থেকে একটি আবেদন পাঠিয়েছিল। ভিসি উপস্থিত না থাকায়, পরে গত পরশু সেই ফাইল নিয়ে ভিসি স্যারের কাছে গিয়েছিলাম। এ সময় ভিসি স্যার বলেছেন, প্রো-ভিসি ও বিভাগের সভাপতিকে কথা বলে বিষয়টি সমাধান করে ভিসির কাছে আসতে বলেন।

এদিকে শিক্ষার্থীরা বিভাগীয় সভাপতিকে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি তাদের শনিবার বিভাগে আসতে বলেন। শিক্ষার্থীরা জানান, শনিবার (২৫ নভেম্বর) তারা বিভাগে আসলে সভাপতি বলেন, ‘আমি দায়িত্ব থেকে পদত্যাগ করেছি।’

সভাপতির বক্তব্যে বিষয়টি সমাধানের আশ্বাস না পেয়ে বিভাগীয় অফিসে তালা দেন তারা। পরে ২টার দিকে শিক্ষকদের সঙ্গে আলোচনা শেষেও কোনো সমাধান না পাওয়ায় প্রধান ফটক অবরোধ করেন তারা। এ সময় আগামীকাল আলোচনা করে সমাধানের আশ্বাস দিলে তারা আন্দোলন স্থগিত করেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, আগামীকাল এ বিষয়ের সমাধান না হলে আবারও আন্দোলনে নামবেন তারা।

এ বিষয়ে বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. শরিফুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীরা নন-ক্রেডিট কোর্সের আবেদন করার পরই আমি বিভাগীয় অ্যাকাডেমিক কমিটির মিটিং ডেকেছিলাম। কিন্তু পর্যাপ্ত শিক্ষক উপস্থিত না হওয়ার ফলে আমরা মিটিং করতে পারিনি। পরে আবারো মিটিং ডেকে ১১ নভেম্বর প্রশাসনের কাছে পরীক্ষার অনুমতির জন্য আবেদন করেছিলাম।’

পদত্যাগের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের চাওয়া পূরণ করতে পারছিলাম না এ কষ্ট থেকে আমি পদত্যাগ করেছিলাম। পদত্যাগ করার পর আমি জানতে পারলাম যে ভিসি স্যার আমাকে প্রোভিসি স্যারের সাথে কথা বলতে বলেছে। তবে শিক্ষার্থীদের স্বার্থে দরকার পড়লে পদত্যাগপত্র প্রত্যাহার করব।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, যেহেতু এটা বিভাগের বিষয়, বিভাগের এর সমাধান হবে। এটা নিয়ে প্রধান ফটকে তালা দেওয়া অযৌক্তিক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইথিওপিয়ায় এক প্রকল্পেই ১১ লাখের বেশি কর্মসংস্থান সৃষ্টি

আজ টানা ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

হাসনাতকে সমর্থন দিয়ে ভোটের মাঠ ছাড়লেন আরেক প্রার্থী 

খালেদা জিয়ার সম্মানে ধানের শীষকে জনগণ বিজয়ী করবে : রহমাতুল্লাহ

আজ টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

যেসব কারণে অফিসে ব্যক্তিগত কথা বলবেন না

সোমবার রাজধানীতে যেসব মার্কেট বন্ধ

ধানের শীষকে বিজয়ী করে ষড়যন্ত্রকারীদের জবাব দেব : নজরুল ইসলাম

সফল দিনের শুরু করতে যেসব কাজ করবেন না

এক্সিকিউটিভ পদে নিয়োগ দিচ্ছে রূপায়ন গ্রুপ

১০

২৬ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১১

বগুড়া-৬ আসনে তারেক রহমানের জন্য ভোটের প্রচারণায় ডা. বিটু 

১২

ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

১৩

আরাও এক আসন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

১৪

গভীর রাতে বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন!

১৫

ডাকসু নিয়ে বিতর্কিত বক্তব্য : দুঃখ প্রকাশ সেই জামায়াত নেতার

১৬

আর্সেনালকে হারিয়ে প্রিমিয়ার লিগ জমিয়ে তুলল ম্যানইউ

১৭

তৌহিদ হোসেন ও ইসহাক দারের ফোনালাপ

১৮

ইয়ামালের অসাধারণ গোলে আবারও লা লিগার শীর্ষে বার্সা

১৯

ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রীকে হত্যা করা হয়েছে, দাবি তার ভাইয়ের

২০
X