বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ও রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ১০টার দিকে এ কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া। উদ্বোধন শেষে উপাচার্য বিএনসিসি ও রোভার স্কাউটের উদ্যোগকে স্বাগত জানান।
বিশ্ববিদ্যালয়কে পরিচ্ছন্ন রাখতে সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখতে সেখানকার সবার সচেতনতা একান্ত প্রয়োজন। বিএনসিসি ও রোভার স্কাউটের এ ধরনের উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের সবার মধ্যে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে। বিশেষ করে নবাগত শিক্ষার্থীদের মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে আগ্রহ সৃষ্টি হবে।
উপাচার্য আরও বলেন, আমাদের একটু সচেতনতাই পারে সমগ্র বাংলাদেশকে এটি পরিচ্ছন্ন দেশে পরিণত করতে। পরিচ্ছন্ন হব আমরা, পরিচ্ছন্ন হবে পুরো দেশ।
এ সময় উপস্থিত ছিলেন বিএনসিসির সেনা শাখার লেফটেন্যান্ট ড. মো. আব্দুল বাতেন চৌধুরী, নৌ শাখার পি.ইউ.ও অসীম কুমার নন্দী, রোভার স্কাউট গ্রুপ সম্পাদক স্কাউট লিডার দিলআফরোজ খানম, স্কাউট লিডার মো. আরহাম সাঈদ প্রমুখ।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক হুমায়ুন কবীরসহ বিএনসিসি ও রোভার স্কাউট গ্রুপের অন্যান্য ক্যাডেটরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন