খুবি প্রতিনিধি
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ০৮:২৩ এএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ০৯:২৮ এএম
অনলাইন সংস্করণ

উন্নয়ন নিয়ে ভিডিও নির্মাণে খুলনায় প্রথম খুবি শিক্ষার্থী রমিন

অতিথিদের থেকে পুরস্কার তুলে নিচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলকামা রমিন।। ছবি : কালবেলা
অতিথিদের থেকে পুরস্কার তুলে নিচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলকামা রমিন।। ছবি : কালবেলা

‘আমার চোখে আজকের বাংলাদেশ’ শীর্ষক দেশব্যাপী ভিডিও কনটেন্ট প্রতিযোগিতায় খুলনা জেলায় প্রথম হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বাংলা ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আলকামা রমিন।

দৈনিক এইদিনের আয়োজনে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা নিয়ে ৮ ডিসেম্বর দীপ্ত টিভির স্টুডিওতে অনুষ্ঠিত হয়েছে ‘আমার চোখে আজকের বাংলাদেশ’ শীর্ষক ভিডিও প্রতিযোগিতা। সমগ্র বাংলাদেশ থেকে সহস্রাধিক প্রতিযোগী এই অনুষ্ঠানে অংশ নেয়।

উন্নয়নমূলক ভিডিও কনটেন্ট প্রতিযোগিতাটি গত নভেম্বর মাস থেকে শুরু হয়। মাসব্যাপী চলতে থাকা এ প্রতিযোগিতায় প্রায় ৫০টি জেলা থেকে হাজারেরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেন। এখানে তিনটি ধাপে প্রতিযোগীদের বাছাই করা হয়। প্রথম ধাপে নিয়ম মেনে ভিডিওগুলো ভাগ করা, দ্বিতীয় ধাপে সূক্ষ্মভাবে যাচাই-বাছাই করে প্রতি জেলা থেকে একজনকে বিজয়ী ঘোষণা করা হয় এবং সর্বশেষ জাতীয়ভাবে সেরা তিনজনকে বাছাই করা হয়।

জানা যায়, বাংলা বিভাগের শিক্ষার্থী আলকামা রমিন খুলনা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের চিত্র তুলে ধরে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ‘সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট’ নিয়ে ভিডিও কন্টেন্ট তৈরি করেন। প্ল্যান্টটি যেমন পরিবেশের ওপর ইতিবাচক ভূমিকা রাখছে, ঠিক তেমনি প্ল্যান্টের মাধ্যমে পচনশীল বর্জ্য থেকে বৃহৎ পরিসরে স্যার উৎপাদনে আগামীতে কৃষি খাতেও উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। গ্রিন-ক্লিন-সেফ ও স্মার্ট স্বচ্ছ সুন্দর বাংলাদেশ হিসেবে গড়ে তোলার লক্ষে এ প্রকল্পটি ভূমিকা রাখছে বলে উল্লেখ করেন এ শিক্ষার্থী।

আয়োজক সূত্রে জানা যায়, নিয়ম মেনে ভিডিও পাঠানো সবাই পেয়েছেন প্রাইজ মানি। প্রতি জেলায় প্রথম স্থান অর্জনকারী পেয়েছেন একটি ট্যাব, নগট টাকা, সনদপত্র ও ক্রেস্ট। দেশব্যাপী ১ম, ২য়, ও ৩য় স্থান অধিকারীদেরকে এক লাখ, পঞ্চাশ হাজার ও পঁচিশ হাজার টাকার প্রাইজমানি, সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চিত্রনায়ক সিয়াম আহমেদ, অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, মীর সাব্বির, তমা মীর্জা, সোহানা সাবা ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিতি সানজানা।

আয়োজক প্রতিষ্ঠান ‘দৈনিক এইদিন’ এর প্রকাশক ও সম্পাদক তৌহিদ হোসেন বলেন, দেশের মানুষ এই ইভেন্টে সানন্দে অংশগ্রহণ করেছেন, এটাই আমাদের বড় সার্থকতা। এই প্রতিযোগিতার মাধ্যমে দেশের কোনায় কোনায় ঘটে যাওয়া অবকাঠামোগত সকল উন্নয়ন সম্পর্কে মানুষ বিশদ ধারণা পেল।

অনুভূতি প্রকাশ করে আলকামা রমিন বলেন, শুধু অভিজ্ঞতা অর্জনের জন্য এ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম। ভবনায় ছিল না খুলনা অঞ্চলে প্রথম হব। সহস্রাধিক প্রতিযোগীদের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিয়ে এ রকম অর্জন অনেক বড় কিছু আমার কাছে। বিশেষ করে খুলনা বিশ্ববিদ্যালয়কে দেশের সামনে রিপ্রেজেন্ট করতে পেরেছি এটা ভেবে ভালো লাগছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশিরা ৫ কর্মদিবসেই পাবেন যুক্তরাজ্যের ভিসা, তবে...

নুরের ওপর হামলার প্রতিবাদে এবি পার্টির বিক্ষোভ

যে কারণে আগামী মৌসুমে রিয়ালকে আতিথেয়তা দিতে পারবে না লিভারপুল

দত্তক নিয়ে ৩ সন্তানের মা সানি কেন নিজে গর্ভধারণ করেননি

১৭তম সন্তানের জন্ম দিলেন ৫৫ বছরের নারী!

দেশের দুঃসময়ে জিয়া পরিবারের ভূমিকা অনস্বীকার্য : আমান

চীনে মোদিকে লাল গালিচা সংবর্ধনা, কী ইঙ্গিত করছে?

গণনা শেষ, পাগলা মসজিদের সিন্দুকে মিলল রেকর্ড টাকা

সাপের মতো সুযোগ সন্ধানী শেখ হাসিনা ও তার দলবল : অধ্যাপক নার্গিস

‘বাচ্চা না হলে সংসার ছেড়ে চলে যেতে হবে’

১০

তিন চমক নিয়ে ইতালির বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা

১১

২৬ সেপ্টেম্বর থেকে প্রাথমিক শিক্ষকদের আমরণ অনশনের আলটিমেটাম

১২

চার সিদ্ধান্ত জানাল ডাকসুর নির্বাচন কমিশন

১৩

নুরের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

১৪

আফ্রিদির পছন্দের কেএফসির চিকেন আনল পরিবার, মেলেনি অনুমতি

১৫

মেয়োনিজ না পাওয়ায় ক্যাফেতে আগুন ধরিয়ে দিলেন বৃদ্ধ!

১৬

এবার ইসরায়েলের পরিকল্পনার বিরুদ্ধে দাঁড়াল রাশিয়া

১৭

তাসকিনের চার উইকেট, নেদারল্যান্ডসের সংগ্রহ ১৩৬

১৮

দেশের ৭১ শতাংশ মানুষ পিআর পদ্ধতিতে ভোট চায় : মুহাম্মদ শাহজাহান

১৯

ভোটে জয় নয়, মানুষের জীবন বদলানোই লক্ষ্য : বিএনপি নেতা মনিরুজ্জামান

২০
X