খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) শীতকালীন ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী রোববার (৩১ ডিসেম্বর) থেকে ১০ দিনের ছুটিতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়টি। তবে ছুটিতে বিশ্ববিদ্যালয়ের হলগুলো খোলা থাকবে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুসের সই করা পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩১ ডিসেম্বর উপাচার্যের নির্বাহী আদেশে বিশ্ববিদ্যালয় ছুটি থাকবে। সে সঙ্গে আগামী বছরের ১ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত শিক্ষার্থীদের টার্ম ব্রেক ও শীতকালীন ছুটি অন্তর্ভুক্ত রয়েছে। জরুরি পরিষেবাসমূহ (বিদ্যুৎ, পানি, ইন্টারনেট, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা) যথারীতি চালু থাকবে।
উল্লিখিত ছুটি শেষে ২০২৪ সালের ৯ জানুয়ারি (মঙ্গলবার) থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হবে।
মন্তব্য করুন