শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২
জাবি প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ১২:৪৯ এএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ০৮:০১ এএম
অনলাইন সংস্করণ

জাবিতে বিএনপিপন্থি শিক্ষকদের লিফলেট বিতরণ

জাবিতে লিফলেট বিতরণ করেন বিএনপিপন্থি শিক্ষকরা। ছবি : কালবেলা
জাবিতে লিফলেট বিতরণ করেন বিএনপিপন্থি শিক্ষকরা। ছবি : কালবেলা

নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলনের সমর্থনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রেজিস্ট্রার ভবনে লিফলেট বিতরণ করেছেন বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতারা। মঙ্গলবার (২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবন ও তার আশপাশের এলাকায় লিফলেট বিতরণ করেন তারা।

লিফলেট বিতরণ শেষে ইউট্যাবের সাংগঠনিক সম্পাদক এবং ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মো. নূরুল ইসলাম বলেন, বর্তমান সরকার জনগণের মতামতকে উপেক্ষা করে একটি ডামি নির্বাচনের আয়োজন করেছে, যা বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা হারিয়েছে। বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে গণতন্ত্র ফিরিয়ে আনতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে কার্যকর ভূমিকা পালন করছে তারই অংশ হিসেবে আজকের এই লিফলেট বিতরণ।

তিনি আরও বলেন, এই নির্বাচন যদি অনুষ্ঠিত হয়ে যায় তাহলে এ দেশে গণতান্ত্রিক ধারা চিরদিনের জন্য শেষ হয়ে যাবে। তাই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং এ দেশের মানুষের অধিকার পুনরুদ্ধারের জন্য অবশ্যই ভোটকেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকতে হবে।

ফার্মেসি বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার বলেন, মুক্তবুদ্ধি ও গণতন্ত্রকামীরা ৭ জানুয়ারির নির্বাচনকে একদলীয় নির্বাচন হিসেবে প্রত্যাখ্যান করেছে। আমরা মনে করেছিলাম, নির্বাচন কমিশনের শুভ বুদ্ধির উদয় হবে। তারা তপশিল স্থগিত রাখবে কিন্তু তারা তা করেনি। তার প্রতিবাদস্বরূপ বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে কর্মসূচি গ্রহণ করেছে তারই অংশ হিসেবে আজকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এই লিফলেট বিতরণ। আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।

দর্শন বিভাগের অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, জাতীয় সংসদের মতো একটা জায়গায় বিরোধী দল না থাকা আমাদের সংবিধানের সঙ্গে যায় না। আমরা সর্বসাধারণকে এই নির্বাচন বর্জনের আহ্বান জানাই।

জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্য সচিব সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক মো. শামছুল আলম বলেন, বর্তমানে বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করার প্রচেষ্টা চলছে। অথচ বিএনপির শান্তিপূর্ণ এই কর্মসূচিতে জনগণ আরও বেশি করে সম্পৃক্ত হচ্ছে। দেশের জনগণ এবং গণতন্ত্রকামী সব দেশ এ আন্দোলনকে সমর্থন জানাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক মো. সোহেল রানা, অধ্যাপক মো. শাহাদাত হোসেন , অধ্যাপক মো. মাসুম শাহরিয়ার, অধ্যাপক মুহাম্মদ নজরুল ইসলাম, অধ্যাপক আমিনুর রহমান খান, অধ্যাপক বোরহান উদ্দিন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুরের ওপর হামলায় ১০১ সংগঠনের বিবৃতি

নুরকে দেখতে এসে আসিফ নজরুল অবরুদ্ধ 

আহত নুরকে দেখতে ঢামেকে প্রেস সচিব

সহিংসতার ঘটনায় সেনাবাহিনীর বিবৃতি

সেই পরিকল্পনা ভেস্তে গেলেও ওরা থামেনি : হাসনাত

মাদুশঙ্কার হ্যাটট্রিকে লঙ্কানদের রুদ্ধশ্বাস জয়

নুরের ওপর হামলার কড়া প্রতিবাদ ছাত্রদলের

ভারতীয় বক্সারকে হারিয়ে ইতিহাস গড়লেন হাসান শিকদার

আসিফ নজরুলকে তুলোধুনো করলেন হাসনাত আবদুল্লাহ

২৪ ঘণ্টার আলটিমেটাম দিল গণঅধিকার পরিষদ

১০

ইংল্যান্ড সফরের জন্য বাংলাদেশ দল ঘোষণা

১১

নিজেদের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী নেদারল্যান্ডস কোচ

১২

‘মার্চ টু জাতীয় পার্টি অফিস’ ঘোষণা

১৩

‘নুরের ওপর হামলা পক্ষান্তরে জুলাই অভ্যুত্থানের ওপর হামলা’

১৪

লজ্জাবতী বানরের প্রধান খাদ্য জিগার গাছের আঠা!

১৫

নুরের শারীরিক সর্বশেষ অবস্থা জানালেন রাশেদ

১৬

আকাশ বহুমুখী সমবায় সমিতি ১৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৭

শ্রীমঙ্গলে পর্যটক নিরাপত্তা নিশ্চিত করতে নানা উদ্যোগ 

১৮

মৌলিক সংস্কার শেষে গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে : ডা. তাহের

১৯

২০ বল করার জন্য ৩৪ হাজার কিলোমিটার উড়ে যাচ্ছেন অজি স্পিনার

২০
X