ক্যাম্পাসে সবার নির্বিঘ্নে চলাচলের স্বার্থে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসের ভেতরে অযথা মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (১৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শিক্ষার্থীর তুলনায় খুবই ছোট। ক্যাম্পাসে সবার নির্বিঘ্নে চলাচলের স্বার্থে ব্যবহারকারীদের নির্দিষ্ট জায়গায় পার্কিং করতে বলা হয়েছে।
উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছোট হওয়ায় অভ্যন্তরে সম্পূর্ণরূপে মোটরসাইকেল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করে নির্দিষ্ট স্থানে মোটরসাইকেল পার্কিং করে হেঁটে নিজ নিজ বিভাগে যাবেন।
মন্তব্য করুন