চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) রাতের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই আবারও সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগের দুটি গ্রুপ। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরের পর এ সংঘর্ষ শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছে।
গ্রুপ দুটি হলো শাহ জালাল হলের ‘সিক্সটি নাইন’ ও শাহ আমানত হলের ‘সিএফসি’।বিকেল ৫টার দিকে শুরু হয় এ সংঘর্ষ। সিক্সটি নাইন গ্রুপের নেতাকর্মীরা শাহজালাল হলের সামনে এবং সিএফসি গ্রুপের নেতাকর্মীরা শাহ আমানত হলের সামনে অবস্থান করছেন। এ সময় উভয় পক্ষকে নিজ নিজ হলের সামনে অবস্থান করে দেশিয় অস্ত্রের মহড়া এবং পরস্পরের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করতে দেখা যায়।
এর আগে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শাহ জালাল হল ও শাহ আমানত হলের মধ্যবর্তী স্থানে শুরু হয় এ সংঘর্ষ। এ সময় উভয়পক্ষকে নিজ নিজ হলের সামনে অবস্থান করে দেশীয় অস্ত্রের মহড়া ও পরস্পরের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করতে দেখা যায়। সিএফসির কর্মীরা শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সিক্সটি নাইন পক্ষের কর্মীরা সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত। তারাই সংঘর্ষে জড়ায়।
মন্তব্য করুন