চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ভর্তি পরীক্ষায় গত ৫০ বছরের ইতিহাসে কখনো প্রশ্নপত্র ফাঁসের কোনো ঘটনা ঘটেনি। এ বছর আমরা শিক্ষার্থী ও অভিভাবকদের কথা চিন্তা করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার ব্যবস্থা করেছি।
শনিবার (২ মার্চ) চবির স্নাতক প্রথমবর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার হল পরিদর্শন করে এমন মন্তব্য করেন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
তিনি আরও বলেন, আমরা সুষ্ঠুভাবেই পরীক্ষার সবরকম প্রস্তুতি নিয়েছি। এ বছর আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ আরও ৫টি কেন্দ্রে পরীক্ষার ব্যবস্থা করেছি। আশা করছি, এর মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি কমে আসবে।
ভর্তি পরীক্ষা দিতে আসা সৈকত হাসান হৃদয় কালবেলাকে বলেন, যারা ভালোভাবে পড়াশোনা করেছে তাদের জন্য অনেক সহজ হয়েছে পরীক্ষা। প্রশ্নব্যাংক থেকেও প্রশ্ন কমন এসেছে।
এর আগে বেলা ১১টায় শুরু হয়ে ১২টায় শেষ হয় বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের অধীনে রয়েছে বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদ। এই চার অনুষদের মোট ১ হাজার ২১৫টি আসনের বিপরীতে আসন প্রতি লড়েন ৮১ জন।
মন্তব্য করুন