বাংলাদেশ ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সেলের উদ্যোগে পুরো রমজান মাসব্যাপী পরিচালিত হচ্ছে ছাত্র-জনতার উন্মুক্ত 'সেহরি খানা'।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন (১৭ মার্চ) থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) মেট্রোরেল স্টেশনের নিচে মাসব্যাপী চলবে এ আয়োজন।
এই আয়োজনে প্রতিদিন ১০০ মানুষের খাবারের ব্যবস্থা করে সংগঠনটি। এখানে আগে থেকেই খাবার ও পানি সাজানো থাকে এবং যেকেউ প্রয়োজন মত খাবার নিয়ে সকলের সঙ্গে বসে নির্দ্বিধায় খেতে পারেন।
এ প্রসঙ্গে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সেলের উপ সম্পাদক আদনান হাবিব খান বলেন, আমরা প্রতিদিন প্রায় ১০০ মানুষের সেহরির আয়োজন করছি। সাধারণত দেখা যায়, সবাই দুঃস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করেন। কিন্তু, এটা আমাদের ভিন্ন উদ্যোগ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার আলোকেই ছাত্রলীগ এমন কাজে সম্পৃক্ত থাকে এবং ব্যতিক্রমী ও মানবিক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে থাকে। ভবিষ্যতেও আমাদের এই ধারা অব্যাহত থাকবে।
মন্তব্য করুন