ইবি প্রতিনিধি
প্রকাশ : ১৩ মে ২০২৪, ০৩:৪৩ পিএম
আপডেট : ১৩ মে ২০২৪, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ইবিতে আনসার সদস্যের কাছে শিক্ষক হেনস্থার অভিযোগ

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) লোগো । গ্রাফিক্স : কালবেলা
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) লোগো । গ্রাফিক্স : কালবেলা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্তৃপক্ষের নিষেধ অমান্য করে দুই শিক্ষকের রাতের বেলা একাডেমিক ভবনে প্রবেশের অভিযোগ তুলেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। এ দিকে ভবনের নিজ কক্ষে অবস্থান করায় আনসার সদস্যের কাছে হেনস্তা হওয়ার পাল্টা অভিযোগ করেন তারা।

এ ঘটনায় ইবি শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের সভায় অভিযুক্ত আনসার সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

রোববার (১২মে) বিষয়টি জানিয়েছে সংগঠনটি। এ ঘটনায় অভিযুক্ত আনসার সদস্যদের প্রত্যাহার দাবি করেন তারা।

আনসারদের অভিযোগ থেকে জানা যায়, গত ২৬ এপ্রিল রাত ১১টার দিকে ফোকলোর স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. আবু শিবলী ফতেহ আলী কর্তৃপক্ষের নিষেধ অমান্য করে অনুষদ ভবনে প্রবেশ করেন। গুচ্ছ ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের সমন্বয়কারী কার্যালয় ও নিয়ন্ত্রণ কক্ষে ওই ভবনে থাকায় তাকে ঢুকতে নিষেধ করেন তারা।

এদিকে একই সঙ্গে ‘এ’ ইউনিটের নিয়ন্ত্রণ কক্ষ থাকা পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনে প্রবেশ করেন আইসিটি বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন। রাত ৮টার পর এসব ভবনে সংশ্লিষ্ট ইউনিটের কাজের সঙ্গে যুক্ত শিক্ষক-কর্মকর্তা ব্যতীত অন্যদের প্রবেশ নিষেধ করা হয় বলে অভিযোগে উল্লেখ করেন তারা। এ অবস্থায় দায়িত্ব পালন তাদের জন্য কষ্টসাধ্য ও ঝুঁকিপূর্ণ বলে অভিযোগে উল্লেখ করেন তারা।

এ দিকে পাল্টা অভিযোগে ড. শিবলী বলেন, রাত ১১টার পর আমার বিভাগীয় কক্ষে প্রবেশের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি সন্ধ্যার পর থেকেই বসার কক্ষে কাজ করছিলাম। তখন একজন আনসার সদস্য এসে প্রক্টর আমাকে রুম থেকে বেরিয়ে যেতে নির্দেশ দিয়েছেন বলে জানান। তখন প্রক্টরকে বিষয়টি জানালে তিনি আমাকে কাজ চালিয়ে যেতে বলেন। পরে আনসার সদস্যকে এ বিষয়ে বললে তাকে নিরাপত্তা কর্মকর্তা আবদুস সালাম সেলিম পাঠিয়েছেন বলে জানান। আমি বাইরে এসে সেলিমের নিকট এ বিষয়ে জানতে চাইলে তিনি জবাব না দিয়ে স্থান ত্যাগ করেন।

এ ঘটনার পর গত ৬ এপ্রিল শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের সভায় দুই শিক্ষককে হেনস্থার ঘটনা তদন্ত করে দ্রুত দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়। এ সময় ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট পিসি ও আনসার সদস্যদের অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানান সংগঠনটি।

কার্যনির্বাহী পরিষদের সভায় শিক্ষক সমিতির নেতারা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ভর্তি পরীক্ষার আগের দিন নিজ নিজ কক্ষে প্রবেশ করতে না পারার বিষয়ে কোনো লিখিত বা মৌখিক নির্দেশনা ছিল না। এ অবস্থায় দুজন শিক্ষক নিজ নিজ কক্ষে একাডেমিক কাজ করার বাধাগ্রস্ত হওয়ার ঘটনা নজিরবিহীন ও অনভিপ্রেত। এ ঘটনায় আমরা তীব্র ক্ষোভ প্রকাশ করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচটি কংক্রিট মিক্সারসহ নিলামে ৫৮ লট পণ্য

নতুন আইফোন কবে আসছে, জানাল অ্যাপল

‎গকসু : শুরুতেই নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ

নারীর তুলনায় ক্যানসারে পুরুষের মৃত্যুঝুঁকি বেশি, নেপথ্যে কারণ কী?

মোদি ‘অত্যন্ত ভয়ংকর ব্যক্তি’, ক্ষোভ ট্রাম্পের

যমুনার তীরে নষ্ট হচ্ছে অর্ধকোটি টাকার উদ্ধারকারী নৌকা

সবাইকে সতর্ক থাকার আহ্বান জানালেন মির্জা ফখরুল

স্মৃতি হারাচ্ছেন খ্যাতনামা অ্যাকশন তারকা ব্রুস

‘র’-এর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে দিল্লিতে গ্রেপ্তারি পরোয়ানা

উল্টোপথের ট্রাকের চাপায় স্বপ্ন হারালেন মতিন-হাফিজ

১০

চট্টগ্রামের দুই বর্জ্যকেন্দ্র হবে আধুনিক ল্যান্ডফিল : চসিক মেয়র

১১

পরমাণু শক্তি কমিশনে ১৮২ পদে বড় নিয়োগ, আবেদন করুন দ্রুত

১২

ক্যাম্পাস থেকে ব্যানার-ফেস্টুন সরাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

১৩

জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদের মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার

১৪

আরও ৪ দেশে এনআইডি কার্যক্রমের অনুমতি

১৫

ব্রাজিল দলে জায়গা না পেয়ে নেইমারের রহস্যময় বার্তা

১৬

বদনজর ও কালো জাদুর ক্ষতি থেকে বাঁচার ৫ আমল

১৭

বিশ্বকাপজয়ী মেসিকে নিয়ে মিলল সুসংবাদ

১৮

চিকন শিশুকে মোটা বলায় সংঘর্ষ, আহত ১০

১৯

চিরকুট লিখে প্রাণ দিলেন ব্যবসায়ী

২০
X