চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে কাটা পড়ে মো. ইরফান (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বুধবার (৫ জুন) সকাল ৮টার দিকে ইরফান নগরীর ২নম্বর গেইট এলাকায় ‘কানে হেডফোন লাগিয়ে’ রেললাইন ধরে হাঁটার সময় এ হতাহতের ঘটনা ঘটে।
নিহত ইরফান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র।
ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোরশেদ আলম বলে, কানে ইয়ারফোন লাগিয়ে রেললাইনের ওপর দিয়ে হাঁটছিল ইরফান। ট্রেনে হর্ন দেওয়ার পরেও কানে ইয়ারফোন থাকায় সে ট্রেনের শব্দ বুঝতে পারেনি। আশপাশের লোকজনও তাকে লাইন থেকে সরে যাওয়ার ইশারা করেছিল, সে খেয়াল করেনি। পরে ট্রেনের নিচে পড়ে তাৎক্ষণিক ছেলেটি মারা যায়। মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত ১৭ এপ্রিল শাটল ট্রেনের নিচে পড়ে প্রাণ যায় ১৩ বছর বয়সী এক কিশোরের। ওইদিন বিকাল সাড়ে ৫টার শাটল বিশ্ববিদ্যালয় থেকে বটতলী রেলস্টেশনের উদ্দেশে ছেড়ে যাচ্ছিল। ট্রেনটি সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম পিলখানা জামে মসজিদের নিকটে পৌঁছালে অসাবধানতাবসত কিশোরটি শাটল ট্রেনের নিচে পড়ে যায়। এ সময় ট্রেনের নিচে পড়ে তার পুরো শরীর দ্বিখণ্ডিত হয়ে যায়।
মন্তব্য করুন