বাকৃবি প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৪, ০৫:৫২ পিএম
অনলাইন সংস্করণ

বাকৃবিতে গাছ কেটে তৈরি হচ্ছে রাস্তা

গাছ কেটে চার লেনের রাস্তা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন। ছবি : কালবেলা
গাছ কেটে চার লেনের রাস্তা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন। ছবি : কালবেলা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অভ্যন্তরের একটি দুই লেনের রাস্তাকে চার লেনের রাস্তায় রূপান্তরিত করার কাজ চলমান। নতুন করে রাস্তা নির্মাণের জন্য ওই রাস্তার একপাশের সব গাছ কেটে ফেলা হয়েছে।

ওই বৃক্ষ নিধনের প্রতিবাদ এবং বিশ্ববিদ্যালয় এলাকার ভেতর দিয়ে চার লেনের রাস্তা নির্মাণের প্রকল্প বন্ধের দাবি জানিয়ে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বাকৃবি শাখা।

রোববার (৯ জুন) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে ওই মানববন্ধনের আয়োজন করা হয়।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বাকৃবি শাখার সাধারণ সম্পাদক সঞ্জয় রায়ের সঞ্চালনায় ও সভাপতি রিফা সজিদার সভাপতিত্বে ওই মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাকৃবি শাখার গ্রন্থাগারবিষয়ক সম্পাদক পুষ্পিতা ভট্টাচার্য, বিজ্ঞান গবেষণাবিষয়ক সম্পাদক আল জাবের।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে অপরিকল্পিতভাবে অসংখ্য গাছ কাটা হয়েছে। এভাবে অপরিকল্পিত বৃক্ষ নিধন ক্যাম্পাসের সামগ্রিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ। যেখানে সারা পৃথিবীতে সবুজায়ন নীতি গ্রহণের দাবি উঠছে, সেখানে দেশের কৃষি শিক্ষার অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নির্বিচার বৃক্ষ নিধন চলছে।

উন্নয়নের এ ব্যাখ্যার সঙ্গে দ্বিমত জানিয়ে বক্তারা বলেন, উন্নয়ন শুধু ভবন নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয়, এই উন্নয়ন ক্যাম্পাসের সামগ্রিক শিক্ষার পরিবেশ ও গবেষণা, গণতান্ত্রিক চর্চা ও শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের জীবন মান বৃদ্ধির সঙ্গে যুক্ত। উন্নয়নের নামে বৃক্ষ নিধনের কর্মকাণ্ড সম্পূর্ণ অযৌক্তিক। বরং বিকল্প পরিকল্পনা কী হতে পারে তা গ্রহণের দাবি জানানো হয়।

এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক নিরাপত্তা ঝুঁকিকে বিবেচনায় না নিয়ে, শিক্ষা কার্যক্রমের পরিবেশকে গুরুত্বে না নিয়ে চার লেনের রাস্তা নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়েছে। যা বাস্তবায়নের আগে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অংশীজন সাধারণ শিক্ষার্থী ও ছাত্র সংগঠনগুলোর কোনো মতামত গ্রহণ করা হয়নি। এ রকম অগণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্মাণাধীন এ প্রকল্প বাতিলের দাবি জানান বক্তারা।

এ ছাড়াও মানবনন্ধনে সারা দেশে অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত অগণতান্ত্রিক ‘সর্বজনীন পেনশন স্কিম’ এর বিরুদ্ধে শিক্ষক-কর্মচারীদের চলমান আন্দোলনে সংহতি জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন্দ্র দখল করলেই ভোট বাতিল : সিইসি

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৬ নেতার পদত্যাগ

সিপিএলে সাকিবের ব্যর্থতা চলছেই, দল হারল ৮৩ রানে

কটাক্ষের শিকার আলিয়া

ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেন গুরিয়নের ফ্লাইট স্থগিত

ওজন কমাতে চা

‘কাউকে দোষারোপ করছি না’, বিভুরঞ্জনকে নিয়ে ছেলে ও ভাই

আজ ঢাকার বাতাসে দূষণের পরিমাণ কত?

রাজধানীতে ট্রেনের বগি লাইনচ্যুত

সেরা অধিনায়ক কে? অপ্রত্যাশিত নাম বলে চমকে দিলেন দ্রাবিড়

১০

মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরেক শিক্ষার্থীর মৃত্যু

১১

শাহরুখের ওপর বিরক্ত বোমান ইরানি

১২

জেনে নিন আজকের স্বর্ণের বাজারদর

১৩

প্রীতি ম্যাচ খেলতে কবে ভারত আসছে মেসির আর্জেন্টিনা জানাল এএফএ

১৪

নতুন করে মহাবিপদে পড়তে যাচ্ছে ইরান

১৫

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

১৬

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

১৭

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারে দগ্ধ ৯

১৮

২৩ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

স্কয়ার গ্রুপে আবেদনের সুযোগ, আর মাত্র একদিন বাকি

২০
X