কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩, ০৬:১৫ পিএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ০৭:২৯ পিএম
অনলাইন সংস্করণ

আটক ৬ পরীক্ষার্থী‍র পাশে নেই পরিবার, রাস্তায় নামার ‘নেপথ্য’ খুঁজছে পুলিশ

শাহবাগে শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালে একটি চিত্র। ছবি: কালবেলা
শাহবাগে শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালে একটি চিত্র। ছবি: কালবেলা

পরীক্ষা পেছানো বা সিলেবাস কমানোর দাবিতে আন্দোলন করতে গিয়ে আটক ছয় শিক্ষার্থীর বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ। পরীক্ষার্থীরা কেন রাস্তায়, তারা নিজেদের ইচ্ছায় রাস্তায় নেমেছিল নাকি নেপথ্যে কোনো উসকানি রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। সোমবার (৭ আগস্ট) সন্ধ্যায় কালবেলাকে এ তথ্য জানিয়েছেন পুলিশের রমনা বিভাগের ডিসি মোহাম্মদ আশরাফ হোসেন।

এর আগে বেলা ১১টার পর শাহবাগে বিক্ষোভ মিছিল করে এবারের এইচএসসি পরীক্ষার্থীরা। প্রায় তিন ঘণ্টা চলা বিক্ষোভটি একাধিকবার শাহবাগ থেকে শিক্ষাভবনের দিকে যায় ও ফেরে। এর মধ্যে শিক্ষার্থীরা শাহবাগে বসে পড়ার চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে বাগবিতণ্ডাতাও হয় তাদের। একপর্যায়ে সেখান থেকে ছয়জনকে আটক করা হয়।

আরও পড়ুন : শাহবাগে এইচএসসির ৬ শিক্ষার্থী আটক, পুলিশের ধাওয়া

আটককৃত শিক্ষার্থী‍দের কোনো অভিভাবক বিকেল পর্যন্ত থানায় যাননি বলে জানিয়েছেন ডিসি মোহাম্মদ আশরাফ হোসেন।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, আমরা অনেক কম সময় পাচ্ছি। এই সময়ে পুরো সিলেবাসের পরীক্ষা দেওয়া সম্ভব নয়। আমাদের সিলেবাস কমিয়ে ৫০ নম্বরের পরীক্ষা নেওয়া হোক অথবা পরীক্ষা এক মাস বা দুই মাস পিছিয়ে দেওয়া হোক। ১০০ নম্বরের পরীক্ষা আমরা মানি না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করে যাব।

আরও পড়ুন : এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

তারা জানান, ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থী‍রা প্রায় আড়াই বছর সময় পেয়েছে। আড়াই বছর সময় নিয়ে তাদের পরীক্ষা হয় ৫০ নম্বরের। কিন্তু ২০২৩ সালে পরীক্ষার্থী‍রা মাত্র দেড় বছর সময় পেয়েছে। তুলনামূলক এক বছর কম সময় পাওয়ার পরও তাদের ১০০ নম্বরের পরীক্ষা দিতে হচ্ছে। গত বছর আইসিটি সাবজেক্টের পরীক্ষা নেওয়া হয়নি। কিন্তু এবার আইসিটি সাবজেক্টও পরীক্ষা দিতে হবে। এবারের পরীক্ষায় আইসিটি বিষয়টি বাদ দেওয়ার দাবিও করেন তারা।

এবারের পরীক্ষা নিয়ে বেশকিছু দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন পরীক্ষার্থী‍রা। শিক্ষামন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডের ই-মেইল ও সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা পাঠাচ্ছেন তারা। তবে পরীক্ষার্থী‍দের অভিযোগ, তাদের মতামতের কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে দেওয়া ফিফা শান্তি পুরস্কারের কড়া সমালোচনায় নরওয়ে

অহিংস ও সাম্প্রদায়িক সম্প্রীতির শরীয়তপুর গড়ে তুলব : নুরুদ্দিন আহাম্মেদ অপু

বাবা হওয়ার পর মেহরাবের নতুন গানের ঘোষণা

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

নির্বাচনের তপশিল নিয়ে সভা রোববার

পদোন্নতি পেয়ে সহযোগী অধ্যাপক হলেন ১২০ চিকিৎসক

ছেলেকে দেখার আকাঙ্ক্ষা নিয়েই চলে গেলেন গুম হওয়া ছাত্রদল নেতার বাবা

পূজা পরিষদ ও পূজা কমিটির মতবিনিময় / সংখ্যালঘুদের নিরাপত্তায় নির্বাচনের আগে-পরে এক মাস সেনা মোতায়েনসহ ৯ দাবি

‘এনসিপি সরকারে গেলে প্রাইভেট সেক্টরেও শুক্র-শনিবার ছুটি ঘোষণা করব’

নিজ ফ্ল্যাটেই মিলল নিখোঁজ স্কুল শিক্ষিকার লাশ

১০

শিক্ষক সমাজই হচ্ছে একটি জাতির ভিত্তি : মান্নান

১১

কোন দেশের হাতে বিশ্বকাপ দেখতে চান গার্দিওলা?

১২

মহানবীকে নিয়ে কটূক্তি, জাবি শিক্ষার্থী আজীবন বহিষ্কার

১৩

কড়াইলের দুর্গতদের পাশে আনসার-ভিডিপির ৯ দিনের মানবিক সেবা কার্যক্রম সমাপ্ত

১৪

স্টার্কের দাপটে ব্রিসবেনে হারের পথে ইংল্যান্ড

১৫

নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ‘রোকেয়া রান’ অনুষ্ঠিত

১৬

ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৭

ঢাবির ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি

১৮

বাংলাদেশে নির্বাচন নিয়ে যা বললেন জয়শঙ্কর

১৯

বাংলাদেশে আর কারও দাদাগিরি চলবে না : ডা. শফিকুর রহমান

২০
X