ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০১ মে ২০২৪, ০৯:৫০ এএম
আপডেট : ০১ মে ২০২৪, ১০:৩৯ এএম
অনলাইন সংস্করণ

যে শর্তে পরীক্ষায় অংশ নেবেন বুয়েট শিক্ষার্থীরা

রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে বুয়েটে ছাত্র আন্দোলন। ছবি : সংগৃহীত
রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে বুয়েটে ছাত্র আন্দোলন। ছবি : সংগৃহীত

ছাত্ররাজনীতি প্রতিরোধ আন্দোলনের প্রেক্ষিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) স্থগিত হওয়া ও শিক্ষার্থীদের বর্জন করা টার্ম ফাইনাল পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১১ মে এই পরীক্ষা শুরু হবে। শিক্ষার্থীরা এতে অংশ নেবেন এক শর্তে। তা হলো- তাদের দাবিদাওয়া মেনে নিতে হবে এবং ছাত্ররাজনীতি বিষয়ে আদালত থেকে পূর্ণাঙ্গ রায় পেলেই আপিল করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আইনি প্রক্রিয়ায় অংশ নিতে হবে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সকল বিভাগের বিভাগীয় প্রধান ও শ্রেণি প্রতিনিধিদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বুয়েটের কাউন্সিল ভবনের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত এ সভায় বুয়েট উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার সভাপতিত্ব করেন।

বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক মোহাম্মদ আল আমিন সিদ্দিক এ সভায় উপস্থিত ছিলেন। তিনি কালবেলাকে বলেন,

গতকাল আমাদের সকল বিভাগের বিভাগীয় প্রধান ও ক্লাস রিপ্রেজেনটেটিভদের (সিআর) নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বর্জন করা ও স্থগিত হওয়া পরীক্ষাগুলোর তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে। ১১ মে থেকে শুরু হবে এই পরীক্ষা। শিক্ষার্থীরাও এ সিদ্ধান্তে রাজি হয়েছেন।

এদিকে ‘বুয়েটিয়ান’ নামে শিক্ষার্থীদের ফেসবুক পেইজে বলা হয়, বুয়েট শিক্ষার্থীদের ক্লাস রিপ্রেজেনটেটিভরা একাডেমিক কার্যক্রমে ফেরার আশ্বাস দিয়েছেন। মঙ্গলবার শিক্ষার্থীদের বয়কটকৃত পরীক্ষাগুলোর রিশিডিউলের জন্য উপাচার্য, ডিন মহোদয়, বিভাগীয় প্রধান ও ক্লাস রিপ্রেজেনটেটিভদের এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে শিক্ষার্থীদের দাবিদাওয়া মেনে নেওয়া সাপেক্ষে শিক্ষার্থীরা একাডেমিক কার্যক্রমে ফেরার প্রতিশ্রুতি দেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ছাত্ররাজনীতি বিষয়ে আদালত থেকে পূর্ণাঙ্গ রায় পাওয়ার পরপরই তারা আপিল করে পরবর্তী আইনি প্রক্রিয়ায় অংশ নেবে এবং শিক্ষার্থীদের পাশে থাকবে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, ১১ মে থেকে স্থগিত হওয়া বুয়েটের টার্ম ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সভায় অন্যান্যের মধ্যে বুয়েটের সহউপাচার্য আবদুল জব্বার খান, রেজিস্ট্রার মো. ফোরকান উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ ইমামুল হাসান ভূঁইয়াসহ বিভিন্ন অনুষদের ডিনরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের অক্টোবরে বুয়েটের এক আবাসিক হলে শিক্ষার্থী আবরার ফাহাদকে ছাত্রলীগের এক নেতার কক্ষে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। সেই ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বুয়েটে নিষিদ্ধ হয় ছাত্ররাজনীতি। এরপর থেকে গত সাড়ে চার বছর এখানে সকল সংগঠনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ছিল। এর মধ্যেই গতমাসে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও দপ্তর সম্পাদকসহ একদল নেতাকর্মী ক্যাম্পাসে প্রবেশ করলে পরের দিন নতুন করে আন্দোলনে নামে শিক্ষার্থীরা।

তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ের বিধিমালা লঙ্ঘন করে প্রকৌশল বিভাগের ২১তম ব্যাচের শিক্ষার্থী ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইমতিয়াজ রাব্বি এ ঘটনার জন্য দায়ী। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন রাব্বির সিট বাতিল করলে বুয়েটে ফের ছাত্ররাজনীতি ফেরানোর দাবিতে সমাবেশ আয়োজন ও এরপর প্রকাশ্যে নেতাকর্মী নিয়ে গত ৩১ মার্চ ক্যাম্পাসে প্রবেশ করে ছাত্রলীগ। এরপরের দিন ছাত্ররাজনীতিতে নিষেধাজ্ঞার বৈধতা চ্যালেঞ্জ করে বহিষ্কৃত শিক্ষার্থী রাব্বির হাইকোর্টে করা রিট মামলার প্রেক্ষিতে নিষেধাজ্ঞার রাজনীতি আদেশ স্থগিত করেন বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের বেঞ্চ।

অন্যদিকে, গত ৩১ মার্চ থেকে চলতি মাসের ৩ এপ্রিল পর্যন্ত শিক্ষার্থীরা নিজেদের দাবিতে অনড় থেকে ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ থেকে বিরত ছিলেন। এরপর ঈদুল ফিতর ও নববর্ষের ছুটি শেষে গত ১৭, ১৮ ও ২০ এপ্রিল কয়েক ব্যাচের অনুষ্ঠিত পরীক্ষা প্রায় শতভাগ শিক্ষার্থী বর্জন করে। যার প্রেক্ষিতে পূর্বনির্ধারিত সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেয়ামতের দিন যে ৩ ব্যক্তির বিরুদ্ধে স্বয়ং মহান আল্লাহ বাদী হবেন

বাম চোখ লাফালে কী হয়? যা বলছেন বিশেষজ্ঞ আলেম

২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

লবণ নাকি চিনি, কোনটি হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে?

হল ত্যাগের নির্দেশ, ঢাবিশিক্ষার্থীদের প্রতি তাসনিম জুমার যে অনুরোধ

ভূমিকম্প আতঙ্কে হল ছেড়ে খোলা আকাশের নিচে অবস্থান ইডেন শিক্ষার্থীদের

৭ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

ঢাকা আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ, আহত অনেক

ক্যাম্প ন্যুতে বার্সার রাজকীয় প্রত্যাবর্তন

জনগণকে নিয়ে এলাকার কল্যাণে কাজ করব : রবিন 

১০

দ্বিতীয় বিভাগ ক্রিকেটে ৭৬ ক্লাবকে নিয়ে কোয়াবের চা-চক্রের আয়োজন

১১

ভূমিকম্প আতঙ্কে ঢাবি ভিসির বাসভবনের সামনে শুয়ে পড়েছেন শিক্ষার্থীরা

১২

এবার নিজেদের মাঠে নাস্তানাবুদ লিভারপুল

১৩

ভূমিকম্পে নিহতদের সম্পর্কে যা বলেছেন নবীজি (সা.)

১৪

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোরআন বিতরণ 

১৫

ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিন বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

১৬

সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৬ শ্রমিক দগ্ধ

১৭

বাংলাদেশ সমাজকর্ম শিক্ষক সমিতির আত্মপ্রকাশ 

১৮

জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন ও ইউনিভার্সেল মেডিকেলের স্বাস্থ্য চুক্তি

১৯

ভূমিকম্পে নিহত রাফিকে শেষ দেখা দেখলেন মুর্মূষু মা

২০
X