গুলশানে অবস্থিত মানারাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ব্যাপারে সিদ্ধান্ত নিতে সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। এ স্কুল ও কলেজে শিক্ষা মন্ত্রণালয়ের ‘অযাচিত’ হস্তক্ষেপের প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। রোববার দুপুরে গুলশান ক্যাম্পাসের সামনে তারা এই মানববন্ধন করেন।
মানববন্ধনে অভিভাবকরা দাবি করেন, মানারাত স্কুল অ্যান্ড কলেজটিকে নিয়ে নানা রকম ষড়যন্ত্র করা হচ্ছে। প্রতিষ্ঠানটিতে হাজার হাজার স্কুল ও কলেজ শিক্ষার্থী অধ্যয়নরত। প্রতিষ্ঠানটি একটি সুন্দর কারিকুলামে সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। বিদ্যমান কারিকুলামে ইসলামী ধারার শিক্ষার যে পদ্ধতি চালু রয়েছে তা অব্যাহত রাখতে হবে।
অভিভাবকরা বলেন, মানারাতে আধুনিক ও যুগোপযোগী ব্রিটিশ কারিকুলামে শিক্ষার ধারা আছে। সেজন্যই আমরা আমাদের সন্তানদের এই স্কুলে দিয়েছি। পাশাপাশি ইসলামী শিক্ষার যে ধারা আছে তা অব্যাহত রাখতে হবে। প্রতিষ্ঠানটিকে নিয়ে যে ষড়যন্ত্র করা হচ্ছে তা বন্ধ করতে হবে।
কুলসুম বেগম নামে এক অভিভাবক বলেন, মানারাত স্কুল অ্যান্ড কলেজের ট্রাস্টি বোর্ডে যারা আছেন তাদের মধ্যে সরকারের সাবেক সচিব এবং বিশ্ববিদ্যালয়ের গণ্যমান্য শিক্ষক আছেন। তারা ন্যূনতম দুর্নীতির সঙ্গে আপস করেননি। প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে কখনোই অনিয়মের অভিযোগ আমরা দেখিনি। তাই প্রতিষ্ঠান পরিচালনার লক্ষ্যে তাদের বাদ দিয়ে যে মিটিং হচ্ছে আমরা মনে করি এটা ঠিক নয়।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে বলেন, আমরা মানারাতকে ভালোবাসি। এখানে আমরা মুক্ত পরিবেশে ভালোভাবে বেড়ে উঠছি। তাই আমরা কোনো পরিবর্তন চাই না।
প্রসঙ্গত, গত ১৭ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিদেশি মাধ্যমে পরিচালিত মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ পরিচালনার জন্য শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে একটি সভার আহ্বান করা হয়। আগামী ২৩ আগস্ট, বুধবার বেলা ১১টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ সভা ডাকা হয়েছে।
এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গোয়েন্দা সংস্থা, ডিএমপি, সচিবালয়, শিক্ষা বোর্ড, জেলা প্রশাসক, সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। এর আগে এরূপ একটি সভা ডেকে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড পরিবর্তন করে সরকার মনোনীত লোকদের বসানো হয়েছিল।
মন্তব্য করুন