ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি বড় অংশকে শিবির ও ছাত্রী সংস্থা আখ্যা দিয়ে ট্যাগিংয়ের প্রতিবাদে ‘ট্রু গেজেট’ এবং ‘বিডি ডাইজেস্ট’ নামক দুই ওয়েবসাইটের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৮ মে) এ নিয়ে থানায় মামলা করবেন বলে জানান তারা।
বুধবার (৭ মে) ঢাবি প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদকে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দেন শিক্ষার্থীরা।
জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় থাকা ছেলে শিক্ষার্থীদের শিবির ও মেয়ে শিক্ষার্থীদের ছাত্রীসংস্থা নাম দিয়ে তালিকা প্রকাশ করে ‘ট্রু গেজেট’ ও ‘বিডি ডাইজেস্ট’ নামে দুটি ভুঁইফোড় ওয়েবসাইট। ট্রু গেজেটের এডমিন রেদোয়ান ইবনে সাইফুল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি জহুরুল হক হল ছাত্রলীগের সক্রিয় নেতা ছিলেন। বর্তমানে যুক্তরাজ্যে থাকেন।
এ বিষয়ে ভুক্তভোগী ঢাবির মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাফিসা ইসলাম সাকাফি কালবেলাকে বলেন, আজ বিকেলে আমরা ‘ট্রু গেজেট নিউজ’ এবং ‘বিডি ডাইজেস্ট’ এ যাদের নামে মিথ্যাচার করেছে তারা প্রক্টরের নিকট লিখিত অভিযোগ জানাই। প্রক্টর আমাদের মামলা করার পরামর্শ দেন। বৃহস্পতিবার সন্ধ্যায় আমরা মামলা দায়ের করবো। তিনি ঢাবির শিক্ষার্থী হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান প্রক্টর।
আরেক ভুক্তভোগী উম্মে ছালমা বলেন, ‘জুলাই আন্দোলন এবং পরবর্তী সময়ে আমরা যারা ভোকাল এবং এক্টিভ আছি, আমাদের মিথ্যা অভিযোগ এবং ট্যাগ দিয়ে দমিয়ে রাখার চেষ্টা চলছে। এসব মিথ্যা অভিযোগ এবং ট্যাগিং রাজনীতিকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট অভিযোগ করেছি এবং প্রক্টরের পরামর্শে আইনের সহায়তা নিবো ইনশাআল্লাহ।’
মন্তব্য করুন