ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর থেকে নির্বাচন নিয়ে সংশয় কেটে গেছে। আমরা চাই আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের মানুষ বহু বছর নিজের ভোট নিজে দিতে পারেনি। এজন্য দেশের মানুষ এখন ভোট দেওয়ার অপেক্ষায় দিন গুনছে।
শুক্রবার (১১ জুলাই) বিকেলে নড়াইলের লোহাগড়া শহরে এনপিপি দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় প্রধান উপদেষ্টার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশনাকে সাধুবাদ জানান ফরিদুজ্জামান। তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূসের মাধ্যমে এমন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে যেন যুগ যুগ মানুষ মনে রাখে।
মতবিনিময় সভায় লোহাগড়া উপজেলা এনপিপির সভাপতি শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোল্যা বদিয়ার রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কাজী শওকত আলী, উপজেলা এনপিপির সহসভাপতি বদরুল আলম খান, উপজেলা এনপিপির সাংগঠনিক সম্পাদক কাজী জিয়াউর রহমান লোটাস, এনপিপি নেতা সৈয়দ কিবরিয়া প্রমুখ।
এ সময় এনপিপির নেতারা বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতিতে সাধারণ মানুষের অধিকার রক্ষায় বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে এনপিপি এগিয়ে যাচ্ছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা সরকার গঠন করলে মানুষের কল্যাণে কাজ করে যাব। এজন্য এনপিপিকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করতে হবে।
মন্তব্য করুন