প্রয়াত গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমানের স্মরণে ‘গ্র্যান্ড মাস্টার জিয়া মেমোরিয়াল-২০২৫’-এ ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস চ্যাম্পিয়ন হয়েছেন। ৯ খেলায় ৮ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করেছেন এ দাবাড়ু।
সাড়ে ৭ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থানে ছিলেন তাহসিন তাজওয়ার জিয়া ও ভারতের কুশাগ্রা মোহন। টাইব্রেকিং পদ্ধতিতে ফিদে রানারআপ হয়েছেন প্রয়াত জিয়াউর রহমানের সন্তান তাহসিন, তৃতীয় স্থান লাভ করেন কুশাগ্রা মোহন। সাড়ে ৬ পয়েন্ট করে নিয়ে ভারতের আন্তর্জাতিক মাস্টার শুভায়ন কুণ্ডু চতুর্থ, আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় পঞ্চম ও অনত চৌধুরী ষষ্ঠ স্থান লাভ করেন।
৬ পয়েন্ট করে নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ সপ্তম ও ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম অষ্টম হন। বিশেষ পুরস্কার পান যথাক্রমে সেরা রেটেড খেলোয়াড় শেখ রাশেদুল হাসান, সেরা জুনিয়র নেপালের ক্যান্ডিডেট মাস্টার সিলওয়াল পুরুষোত্তম এবং সেরা মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু।
শুক্রবার শেষ রাউন্ডে সুব্রত বিশ্বাস হারিয়েছেন মিনহাজ উদ্দিন আহমেদকে। তাহসিন তাজওয়ার জিয়া হারান সেখ নাসির আহমেদকে, কুশাগ্রা মোহন হারিয়েছেন সিলওয়াল পুরুষোত্তমকে, মনন রেজা নীড় হারান ওয়ারসিয়া খুশবুকে, শুভায়ন কুণ্ডু হারিয়েছেন রিশোন থাপাকে, অনত চৌধুরী হারিয়েছেন তাশরিক সায়হান শানকে, খন্দকার আমিনুল ইসলাম হারিয়েছেন মোহাইমেনুল ইসলামকে, সাকলাইন মোস্তফা সাজিদ হারান শরীফ হোসেনকে এবং শেখ রাশেদুল হাসান হারান দেবরাজ চ্যাটার্জীকে।
সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি সৈয়দ সুজাউদ্দিন আহমেদ। বক্তব্য দেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ড. মো. তৈয়বুর রহমান, কিংবদন্তি দাবাড়ু রানী হামিদ, গ্র্যান্ড মাস্টার জিয়ার স্ত্রী তাসমিন সুলতানা ও ইংল্যান্ড প্রবাসী সাবেক খেলোয়াড় গোলাম সাব্বির আলী।
মন্তব্য করুন