কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ১২:৪৬ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

এইচএসসি পরীক্ষায় দায়িত্বে গাফিলতি, আশুলিয়ায় কেন্দ্রপ্রধান বরখাস্ত

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

এইচএসসি পরীক্ষায় দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে সাভারের আশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রপ্রধানকে বরখাস্ত করা হয়েছে। এর বিপরীতে একই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা বিভাগের একজন সহকারী অধ্যাপককে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক স্মারকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, ঢাকা জেলার সাভার উপজেলাধীন (কেন্দ্র-সাভার-৫, কেন্দ্র কোড- ১৪৭) আশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রে দায়িত্বে অবহেলার কারণে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পরীক্ষার সকল দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হলো এবং তার স্থলে উক্ত প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক (ব্যবস্থাপনা) মোহাম্মদ হাফিজ উল্লাহকে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। তার স্থলে আশুলিয়া উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সহকারী অধ্যাপক (ব্যবস্থাপনা) মোহাম্মদ হাফিজ উল্লাহকে নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে গতকাল রাতে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিষ্ঠানটি বোর্ডের অনুমোদন না থাকা সত্ত্বেও সমাজকর্ম, পরিসংখ্যান ও ভূগোল- এই তিন বিষয়ে ১৮৬ জন শিক্ষার্থীর রেজিস্ট্রেশন ও ফরম পূরণ করেছে। অথচ এসব বিষয়ের পাঠদানে শিক্ষা বোর্ডের অনুমোদন ছিল না। তবুও কলেজ কর্তৃপক্ষ ওই বিষয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন করে এবং পরীক্ষার প্রবেশপত্র পাওয়ার পরও সময়মতো তা সংশোধনের জন্য বোর্ডের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। পরে পরীক্ষা প্রায় শেষ পর্যায়ে এসে, ৯ জুলাই কলেজটি মৌখিকভাবে বোর্ডে যোগাযোগ করে বিষয় পরিবর্তনের অনুরোধ করে। কিন্তু ততক্ষণে প্রশ্নপত্র কেন্দ্রগুলোতে পাঠানো হয়ে যাওয়ায় বোর্ডের পক্ষে কিছু করার ছিল না।

বোর্ড আরও জানিয়েছে, আশুলিয়া উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের মতো অনুরূপ অনিয়ম ঢাকা বোর্ডের আওতাধীন আরও ৬টি কলেজেও ঘটেছে। তবে সেসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা খুবই কম- মোট ২২ জন। বিপরীতে, আশুলিয়া কলেজে এককভাবে ১৮৬ জন শিক্ষার্থী এমন অনিশ্চয়তার মুখে পড়েছে, যা প্রতিষ্ঠানটির দায়িত্বহীনতা ও প্রশাসনিক দুর্বলতার স্পষ্ট প্রমাণ।

বিষয়টি নিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির বলেন, এই অনিয়মের জন্য শতভাগ দায়ী সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ। বোর্ড প্রশ্নপত্র পাঠিয়ে দেওয়ার পর বিষয় পরিবর্তনের অনুরোধ করে সমস্যার সমাধান সম্ভব নয়। এ ধরনের অনিয়ম প্রশ্রয় পেলে শিক্ষাঙ্গনে শৃঙ্খলা নষ্ট হবে এবং ভবিষ্যতে অনিয়মকে স্বাভাবিক করে তুলবে বলেও মন্তব্য করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত জাগার অভ্যাসে অজান্তেই যে ক্ষতি করছে, বিশেষজ্ঞের সতর্কবার্তা

ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির ৩৮ দফা দাবি

পররাষ্ট্র উপদেষ্টা / আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে সরকার

যমজ সন্তান জন্ম দেওয়ার পর জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু

নতুন ‘বাবরি মসজিদের’ ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে ৪০ হাজার মানুষকে খাওয়ানো হবে বিরিয়ানি

শিশু পুষ্টিতে শাকসবজির গুরুত্ব নিয়ে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

৮ দিন পর গুলিতে নিহত যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ

ফ্যাসিস্ট পালালেও ফ্যাসিবাদের কালো ছায়া দেশ থেকে যায়নি : জামায়াত আমির

দীর্ঘদিনের কাশি? কখন ফুসফুস পরীক্ষা করাবেন জানুন

১০

শ্রমিকদের চা খেতে দেওয়া তরুণীকে ধর্ষণের পর হত্যা

১১

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ‘জাতীয় সমাবেশ’, যা বললেন বক্তারা

১২

ভালোবাসার এক বছর 

১৩

নারায়ণগঞ্জে মার্কেটে আগুন, পুড়ে গেছে ৩০ দোকান

১৪

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠিত

১৫

শেখ হাসিনা যতদিন ইচ্ছা ভারতে থাকতে পারবেন কিনা জানালেন জয়শঙ্কর

১৬

কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস আমিনুল হকের

১৭

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র উপদেষ্টা

১৮

সিএমপি বন্দর থানার নতুন ওসি আব্দুর রহিম, বাকিরা যেখানে

১৯

তর্কে জড়ানো সেই চিকিৎসককে বহিষ্কারের নির্দেশ

২০
X