দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে বিদেশে শাখা ক্যাম্পাস খোলার অনুমতি পাচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। বিশ্ববিদ্যালয়টিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ক্যাম্পাস পরিচালনার বিষয়ে অনাপত্তি জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
জানা গেছে, দুবাইয়ে শাখা ক্যাম্পাস খোলার অনুমোদন চেয়ে গত ২৩ মে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে প্রস্তাব পাঠায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যা পর্যালোচনা শেষে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায় ইউজিসি। মূলত সেই চিঠির আলোকেই গত ২ নভেম্বর অনাপত্তিপত্র জারি করে মন্ত্রণালয়।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত ওই পত্রে বলা হয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শাখা ক্যাম্পাস সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে পরিচালনার বিষয়ে শর্ত সাপেক্ষে নির্দেশক্রমে অনাপত্তি প্রদান করা হয়েছে।
শর্তে হিসেবে বলা হয়, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ৪৪ (৬) অনুসারে বিশ্ববিদ্যালয়ের তহবিল বা এর কোনো অংশ দেশের বাইরে প্রেরণ করতে হলে আবশ্যিকভাবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদন নিতে হবে। এতদসংক্রান্ত সরকারের সকল আর্থিক বিধি বিধানসহ অন্যান্য বিধি-বিধান অনুসরণ করতে হবে।’
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের দুবাই শাখা ক্যাম্পাসের কার্যক্রম সম্পর্কিত প্রতিবেদন প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে দাখিল করতে হবে বলে পত্রে শর্ত দেওয়া হয়।
এ প্রসঙ্গে জানতে চাইলে ড. মো. ফরহাদ হোসেন বলেন, ইউজিসি প্রস্তাব পর্যালোচনা করে আমরা অনাপত্তি জানিয়েছি। তবে, দুবাইয়ে শাখা ক্যাম্পাস পরিচালনার ক্ষেত্রে তাদের কিছু শর্ত দেওয়া হয়েছে। এসব শর্ত মেনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুবাইয়ে ক্যাম্পাস পরিচালনা করতে পারবে।
এ বিষয়ে ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ কালবেলাকে বলেন, ড্যাফোডিল ইউনিভার্সিটি ইউজিসির কাছে দুবাই শাখা খোলার অনুমতি চেয়েছিল। আইনগত বিষয় থাকায় আমরা বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়কে জানিয়েছি। তারা অনাপত্তি দিয়ে থাকলে দুবাইয়ে শাখা ক্যাম্পাস পরিচালনায় বাধা থাকবে না। তবে, অনাপত্তি পেলেও শর্তগুলো কঠোরভাবে পালন করতে হবে। তারা শর্ত মেনে ক্যাম্পাস পরিচালনা করলে এটি দেশের ভাবমূর্তিই উজ্জ্বল করবে।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এম. লুৎফর রহমান বলেন, ইউজিসির চিঠি পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানিয়ে দেওয়া হবে।
মন্তব্য করুন