সরকার পতনের একদফা এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তপশিল বাতিলের দাবিতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে।
শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় পুরান পল্টন কালভার্ট রোড থেকে শুরু করে পল্টন মোড় হয়ে মূল সড়কে মিছিল করে সংগঠনটি। এ সময় তারা তপশিল বাতিল এবং শেখ হাসিনার পতনের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। মিছিল চলাকালে পুলিশের ৩-৪টি গাড়ি মিছিলটি ঘিরে ফেলায় কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়।
মিছিল পরবর্তী সমাবেশে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব মুনতাসির মাহমুদ বলেন, পুলিশের সাথে আমাদের কোনো বিরোধ নাই, আমরা যেই মাটির সন্তান, তারাও সেই মাটির। তাহলে তারা কেন আমাদের মিছিলে বাধা দেয়? আমাদের দাবি স্পষ্ট, আমরা আমাদের ভোটাধিকার ফেরত চাই, আমরা কথা বলার অধিকার চাই, নিরাপদ বাংলাদেশ চাই। আমরা এই ফ্যাসিবাদের পতন চাই। এই অধিকার চাওয়ায় যদি কেউ আমাদের গ্রেপ্তার করতে চায়, খুন-গুম করতে চায়, তাহলে আমরা প্রস্তুত আছি।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় আহবায়ক মোল্ল্যা রহমাতুল্লাহর নেতৃত্বে এই মিছিলে প্রায় ৪০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন