রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:১৫ পিএম
অনলাইন সংস্করণ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এমপি বাদশাসহ দুই প্রার্থীকে শোকজ

ফজলে হোসেন বাদশা ও মোহাম্মদ আলী কামাল। ছবি : সংগৃহীত
ফজলে হোসেন বাদশা ও মোহাম্মদ আলী কামাল। ছবি : সংগৃহীত

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির মনোনীত এমপি প্রার্থী ফজলে হোসেন বাদশা এবং আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মোহাম্মদ আলী কামালকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

সোমবার (৪ ডিসেম্বর) সদর আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও রাজশাহীর যুগ্ম জেলা ও দায়রা জজ বিকাশ কুমার বসাক স্বাক্ষরিত এক চিঠিতে তাদের শোকজ করা হয়।

পৃথক এই শোকজ চিঠিতে বলা হয়েছে, ফজলে হোসেন বাদশা রাজশাহী-২ (সদর) আসন থেকে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী। বাদশা মনোনীত প্রার্থী হওয়া সত্ত্বেও তার পক্ষে রোববার (৩ ডিসেম্বর) নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। ওই সমাবেশে বাদশার পক্ষে ও তার নেতৃত্বে শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়। এই সমাবেশের কারণে জনগণের চলাচলের চরম প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। অথচ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ১২নং বিধিমতে, নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা ওই দলের মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী বা কিংবা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহ সময়ের আগে কোনো প্রকার নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না। কাজেই এই মিছিল ও সমাবেশের মাধ্যমে বাদশা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ৬ (ঘ) ও ১২নং বিধি লঙ্ঘন করেছেন। আচরণবিধি লঙঘনের দায়ে তাকে আগামী বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বেলা ৩টার মধ্যে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

একইভাবে আওয়ামী লীগের প্রার্থীর বিষয়ে শোকজ চিঠিতে বলা হয়েছে, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল রাজশাহী-০২ (সদর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী মনোনীত হওয়া সত্ত্বেও কামাল গত রোববার (৩ ডিসেম্বর) শান্তি মিছিল ও সমাবেশ নিয়ে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবারও জিরোপয়েন্টে গিয়ে শেষ করেন। এতে নগরীর সাধারণ জনগণের চলাচলের বিঘ্ন ও প্রতিবন্ধকতা সৃষ্টি হয় যা ওই বিধিমালার সংশ্লিষ্ট বিধি লঙ্ঘন হয়েছে। নোটিশে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকেও (কামাল) আগামী বুধবার (৬ ডিসেম্বর) বেলা ৩টার মধ্যে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যার নির্দেশ প্রদান করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাফিনিয়ার জোড়া গোলে ক্লাসিকো জিতে সুপার কাপ বার্সেলোনার

খালেদা জিয়া অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন : কবির আহমেদ 

সোমবার বিকেলে ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত

ফের ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা, একাধিক ড্রোন

ইরানে চলমান বিক্ষোভে নিহত পাঁচ শতাধিক : মানবাধিকার সংস্থা

বিক্ষোভকারীদের অনেকেই বিদেশি এজেন্টদের দ্বারা প্রশিক্ষিত : ইরান 

বাংলাদেশি শনাক্তে এআই টুল আনছে ভারত 

ডিএনসিসি’র নাগরিক পদক পেলেন যারা

কেশবপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া 

ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে খালেদা জিয়া ছিলেন অনুপ্রেরণার উৎস : সাইফুল হক

১০

জনগণের অধিকার রক্ষায় আজীবন লড়াইয়ের অঙ্গীকার ইশরাকের

১১

ঢাকায় তিনশ’ অসহায় মানুষের মাঝে বুদ্ধিস্ট ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

১২

লেক থেকে ফুটপাত নিয়মের শাসনের অঙ্গীকার রবিউলের

১৩

জুলাই হত্যাকাণ্ডের মামলায় হুমায়ুন কবির জামিন পেলেন যেভাবে

১৪

খালেদা জিয়ার আদর্শে জনগণের অধিকার ও ন্যায়ভিত্তিক ঢাকা গড়ব : রবিন

১৫

জেদ্দায় উপদেষ্টা তৌহিদ-ইসহাক দারের সাক্ষাৎ, যে বিষয়ে আলোচনা

১৬

টেকনাফে গুলিবিদ্ধ স্কুলছাত্রীর অবস্থা সংকটাপন্ন

১৭

পাকিস্তানে বিয়েবাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, নবদম্পতিসহ নিহত ৮

১৮

যুবদল নেতাকে বহিষ্কার

১৯

বিয়ের অনুষ্ঠানে ছবি তোলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ

২০
X