রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:১৫ পিএম
অনলাইন সংস্করণ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এমপি বাদশাসহ দুই প্রার্থীকে শোকজ

ফজলে হোসেন বাদশা ও মোহাম্মদ আলী কামাল। ছবি : সংগৃহীত
ফজলে হোসেন বাদশা ও মোহাম্মদ আলী কামাল। ছবি : সংগৃহীত

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির মনোনীত এমপি প্রার্থী ফজলে হোসেন বাদশা এবং আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মোহাম্মদ আলী কামালকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

সোমবার (৪ ডিসেম্বর) সদর আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও রাজশাহীর যুগ্ম জেলা ও দায়রা জজ বিকাশ কুমার বসাক স্বাক্ষরিত এক চিঠিতে তাদের শোকজ করা হয়।

পৃথক এই শোকজ চিঠিতে বলা হয়েছে, ফজলে হোসেন বাদশা রাজশাহী-২ (সদর) আসন থেকে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী। বাদশা মনোনীত প্রার্থী হওয়া সত্ত্বেও তার পক্ষে রোববার (৩ ডিসেম্বর) নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। ওই সমাবেশে বাদশার পক্ষে ও তার নেতৃত্বে শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়। এই সমাবেশের কারণে জনগণের চলাচলের চরম প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। অথচ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ১২নং বিধিমতে, নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা ওই দলের মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী বা কিংবা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহ সময়ের আগে কোনো প্রকার নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না। কাজেই এই মিছিল ও সমাবেশের মাধ্যমে বাদশা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ৬ (ঘ) ও ১২নং বিধি লঙ্ঘন করেছেন। আচরণবিধি লঙঘনের দায়ে তাকে আগামী বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বেলা ৩টার মধ্যে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

একইভাবে আওয়ামী লীগের প্রার্থীর বিষয়ে শোকজ চিঠিতে বলা হয়েছে, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল রাজশাহী-০২ (সদর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী মনোনীত হওয়া সত্ত্বেও কামাল গত রোববার (৩ ডিসেম্বর) শান্তি মিছিল ও সমাবেশ নিয়ে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবারও জিরোপয়েন্টে গিয়ে শেষ করেন। এতে নগরীর সাধারণ জনগণের চলাচলের বিঘ্ন ও প্রতিবন্ধকতা সৃষ্টি হয় যা ওই বিধিমালার সংশ্লিষ্ট বিধি লঙ্ঘন হয়েছে। নোটিশে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকেও (কামাল) আগামী বুধবার (৬ ডিসেম্বর) বেলা ৩টার মধ্যে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যার নির্দেশ প্রদান করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ওয়ানডে ছেড়ে কোহলির টেস্ট খেলাই চালিয়ে যাওয়া উচিত ছিল’

জানা গেল বিশ্বকাপে ভারত–পাকিস্তান ম্যাচের তারিখ

বাউল আবুল সরকারের কঠোর শাস্তি চাইলেন রাশেদ খাঁন

ভিটামিন ডি পাওয়ার সেরা সময় সকালে নাকি বিকেলে

বিপিএলে অন্তর্ভুক্ত হলো নতুন দল ‘নোয়াখালী এক্সপ্রেস’

নলডাঙ্গায় ছড়িয়ে পড়ছে জাল টাকা

ইথিওপিয়ায় ১২ হাজার বছর পর নিষ্ক্রিয় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত

ধারাবাহিকে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছি: দেবযানী

পিঠা খেয়ে একই পরিবারের ১১ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি

খাবার নিয়ে বিপাকে রণবীর কাপুর

১০

প্রাথমিক শিক্ষকদের ৩ দিনের কর্মবিরতি শুরু

১১

মারা গেলেন কিংবদন্তি জার্মান অভিনেতা

১২

কনকনে শীতে কাঁপছে তেঁতুলিয়া

১৩

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সিট প্ল্যান প্রকাশ

১৪

এ ছবিটিই বলে দেবে আপনার মানসিক চরিত্র

১৫

দুধ দিয়ে গোসল করে দাম্পত্যের ইতি টানলেন প্রবীর

১৬

দেশের বাজারে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১৭

রাকুলের সতর্কবার্তা

১৮

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত

১৯

হেলে পড়া ভবন পরিদর্শন শেষে যা জানাল বিসিসি

২০
X