রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:১৫ পিএম
অনলাইন সংস্করণ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এমপি বাদশাসহ দুই প্রার্থীকে শোকজ

ফজলে হোসেন বাদশা ও মোহাম্মদ আলী কামাল। ছবি : সংগৃহীত
ফজলে হোসেন বাদশা ও মোহাম্মদ আলী কামাল। ছবি : সংগৃহীত

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির মনোনীত এমপি প্রার্থী ফজলে হোসেন বাদশা এবং আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মোহাম্মদ আলী কামালকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

সোমবার (৪ ডিসেম্বর) সদর আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও রাজশাহীর যুগ্ম জেলা ও দায়রা জজ বিকাশ কুমার বসাক স্বাক্ষরিত এক চিঠিতে তাদের শোকজ করা হয়।

পৃথক এই শোকজ চিঠিতে বলা হয়েছে, ফজলে হোসেন বাদশা রাজশাহী-২ (সদর) আসন থেকে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী। বাদশা মনোনীত প্রার্থী হওয়া সত্ত্বেও তার পক্ষে রোববার (৩ ডিসেম্বর) নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। ওই সমাবেশে বাদশার পক্ষে ও তার নেতৃত্বে শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়। এই সমাবেশের কারণে জনগণের চলাচলের চরম প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। অথচ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ১২নং বিধিমতে, নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা ওই দলের মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী বা কিংবা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহ সময়ের আগে কোনো প্রকার নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না। কাজেই এই মিছিল ও সমাবেশের মাধ্যমে বাদশা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ৬ (ঘ) ও ১২নং বিধি লঙ্ঘন করেছেন। আচরণবিধি লঙঘনের দায়ে তাকে আগামী বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বেলা ৩টার মধ্যে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

একইভাবে আওয়ামী লীগের প্রার্থীর বিষয়ে শোকজ চিঠিতে বলা হয়েছে, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল রাজশাহী-০২ (সদর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী মনোনীত হওয়া সত্ত্বেও কামাল গত রোববার (৩ ডিসেম্বর) শান্তি মিছিল ও সমাবেশ নিয়ে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবারও জিরোপয়েন্টে গিয়ে শেষ করেন। এতে নগরীর সাধারণ জনগণের চলাচলের বিঘ্ন ও প্রতিবন্ধকতা সৃষ্টি হয় যা ওই বিধিমালার সংশ্লিষ্ট বিধি লঙ্ঘন হয়েছে। নোটিশে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকেও (কামাল) আগামী বুধবার (৬ ডিসেম্বর) বেলা ৩টার মধ্যে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যার নির্দেশ প্রদান করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়া নিয়ে মুখ খুললেন শান্ত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে পাঠাও চালকের মৃত্যু

গণভোটের মাধ্যমে সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে : আলী রিয়াজ

আমি এখনো সেদিনের কথা ভুলতে পারি না : ঐন্দ্রিলা

গ্রিনল্যান্ড আক্রমণের পরিকল্পনা তৈরির নির্দেশ ট্রাম্পের

ড. ইউনূস নির্বাচনের পর কী করবেন, জানাল প্রেস উইং

বিইউবিটিতে ‘হাল্ট প্রাইজ’ প্রতিযোগিতার উদ্বোধন

ঢাবি শিক্ষক গোলাম রাব্বানির চেয়ারম্যান পদ থেকে অব্যাহতির দাবিতে স্মারকলিপি 

ঢাকা ক্যাপিটালসের অভিযোগের জবাবে যে ব্যাখ্যা দিল বিসিবি

প্রাথমিক শিক্ষার উন্নয়নে কাজ করছে সরকার : গণশিক্ষা উপদেষ্টা

১০

আন্তর্জাতিক স্ক্র্যাপের দাম বাড়ছে, দেশে এমএস রডের বাজারেও ঊর্ধ্বগতি

১১

বাবা-ছেলেকে একাদশে রেখে অনন্য কীর্তি নোয়াখালীর

১২

তদন্তে প্রশ্নফাঁসের প্রমাণ মিললে পরীক্ষা বাতিল : প্রাথমিকের ডিজি

১৩

যে কোনো সময় ইরানে হামলার অনুমোদন দিতে পারেন ট্রাম্প

১৪

ঠান্ডারও মুড সুইং হচ্ছে : ভাবনা

১৫

দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে মাহফিল শোনার দরকার নেই, জামায়াত নেতার বক্তব্য ভাইরাল

১৬

শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ-প্রচারণা নিষিদ্ধ

১৭

গণতন্ত্র বেগম খালেদা জিয়ার উপহার : আমীর খসরু

১৮

উত্তেজনার মাঝেই ভারতে আম্পায়ারের ভূমিকায় বাংলাদেশের শরফুদ্দৌলা

১৯

জামায়াতের সঙ্গে মার্কিন কূটনীতিকদের বৈঠক

২০
X