দেশে বর্তমানে আওয়ামী লীগের বিপক্ষে ভোট বেশি- এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, ১৯৯১ সালের মতো ভোট বিপ্লবের মধ্য দিয়ে আমরা বেকর্ড গড়তে চাই।
সোমবার (১১ ডিসেম্বর) দলের বনানী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাবেক এই প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
মুজিবুল হক চুন্নু বলেন, মনোনয়নপত্র প্রত্যাহারের আগের দিন ১৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়ার জন্য দলের পক্ষ থেকে চিঠি দেব। প্রতীক বরাদ্দের আগে নির্বাচনে প্রস্তুতির জন্য সব কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।
আওয়ামী লীগের সঙ্গে এখন পর্যন্ত আসন সমঝোতা হয়নি জানিয়ে চুন্নু বলেন, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। দলের প্রয়োজনে ও নির্বাচনের স্বার্থে যে কোনো সিদ্ধান্ত যে কোনো সময় নেওয়া হতে পারে। সুষ্ঠু নির্বাচন মানে হলো শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন এ কথা জানিয়ে তিনি বলেন, ভোটারদের বিশ্বাস করতে হবে নির্বাচনে বিশ্বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা হবে। সবাই নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
তিনি বলেন, ভোটাররা কেন্দ্রে আসার সুযোগ পেলে ১৯৯১ সালের মতো ভোট বিপ্লব হবে। তাহলে আমরা বিজয়ের রেকর্ড করে ফেলব। আওয়ামী লীগের সঙ্গে আসন বণ্টন নিয়ে সমঝোতা হবে না তা উড়িয়ে দেওয়া যায় না।
২০১৪ সালের নির্বাচনে গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় দলের চেয়ারম্যানের নিষেধ থাকার পরেও আমরা অংশ নিয়েছিলাম। তখন পুরো বিষয়টির নেতৃত্বে ছিলেন রওশন এরশাদ। এরশাদ পরে আমাদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন। ২০১৪ সালের নির্বাচনটি সাধারণ ছিল না। এবার স্বাভাবিক নির্বাচন হচ্ছে বলেই জাপার অংশগ্রহণের সিদ্ধান্ত একেবারেই স্পষ্ট।
মন্তব্য করুন