বলিউড অভিনেত্রী শেফালী জারিওয়ালার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে তার পরিবার, বন্ধু ও বিনোদন জগতের তারকাদের মাঝে। ‘কাঁটা লাগা’ গানের মাধ্যমে পরিচিতি পাওয়া এই অভিনেত্রী ২৭ জুন পৃথিবীর মায়া ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪২ বছর। তবে এখনও মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। খবর: মুভি টকিজ
এদিকে শেফালীর মৃত্যুর পর, তার স্বামী অভিনেতা পরাগ ত্যাগী প্রথমবারের মতো স্ত্রীর উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্ট দিয়েছেন। পোস্টে দেখা যায়, শেফালীর একটি ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন—
‘শেফালী, মেরি পরি। তিনি শুধু একজন অভিনেত্রী ছিলেন না, ছিলেন শক্তি, সৌন্দর্য এবং নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক। ছিলেন একজন আদর্শ স্ত্রী, স্নেহময়ী মা এবং বিশ্বস্ত বন্ধু। তাই তার চলে যাওয়ার শোক আমি কোনোদিন কাটাতে পারব না। তাকে মনে রাখা হোক ভালোবাসা, আনন্দ আর সাহসের প্রতীক হিসেবে। ভালোবাসি তোমায় অনন্তকাল।’
হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে শেফালীর মৃত্যু নিয়ে পুলিশ সন্দেহ করার মতো কোনো তথ্য পায়নি। এ ছাড়া ময়নাতদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত নিশ্চিত কিছু বলাও সম্ভব নয়। তবে চিকিৎসকদের ধারণা, রক্তচাপ হঠাৎ কমে যাওয়ায় শেফালি মৃত্যুবরণ করতে পারেন।
মন্তব্য করুন