

বলিউড বাদশাহ শাহরুখ খান যেখানে যান, আসর সেখানেই জমে ওঠে। হোক সেটা রুপালি পর্দা কিংবা দিল্লির কোনো অভিজাত বিয়ের অনুষ্ঠান। সম্প্রতি দিল্লির এক হাই-প্রোফাইল বিয়েতে গিয়ে এক অদ্ভুত বিড়ম্বনার মুখে পড়লেন কিং খান। বিয়ের মঞ্চে খোদ কনে আবদার করে বসলেন তার সেই বিতর্কিত ও ভাইরাল সংলাপ—‘জুবান কেসরি’ শোনার জন্য! তবে শাহরুখ যে ‘হাজির জওয়াব’, তা আবারও প্রমাণ করলেন তার বুদ্ধিদীপ্ত উত্তরে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, মঞ্চে দাঁড়িয়ে কনে শাহরুখকে অনুরোধ করছেন বিমল পান মসলার সেই বিখ্যাত ট্যাগলাইনটি বলার জন্য। এমন অদ্ভুত আবদারে কিং খান ভড়কে না গিয়ে উল্টো মজার ছলে কনেকে শুনিয়ে দিলেন কড়া জবাব।
শাহরুখ স্বভাবসুলভ ভঙ্গিতে হাসতে হাসতে বলেন, ‘একবার ব্যবসায়ী লোকদের সঙ্গে ব্যবসা করে নাও, জান আর ছাড়ে না। গুটকাওয়ালারাও না ইয়ার!’
কিন্তু কনে নাছোড়বান্দা, তিনি আবারও একই অনুরোধ করেন। তখন শাহরুখ কনের হাত ধরে স্নেহভরে কিন্তু স্পষ্ট ভাষায় বলেন, ‘যতবার করি, টাকা নিই ডার্লিং। বাবাকে বলে দিও তুমি।’ এরপর তিনি আরও যোগ করেন, ‘ভালো কথা বলি... আমি তো আর এখানে জুবান কেসরি করতে আসিনি।’
শাহরুখের এই সরস উত্তরের ভিডিও এখন নেটদুনিয়ায় ভাইরাল। নেটিজেনরা তার উপস্থিত বুদ্ধির প্রশংসায় পঞ্চমুখ। কমেন্ট বক্সে কেউ কেউ মজা করে লিখেছেন, ‘আমি ওই বিয়েতে ছিলাম—বরপক্ষ সম্ভবত বিমল পান মসলার সঙ্গেই জড়িত।’ আবার কেউ বলছেন, তারকাদের সঙ্গে কেমন আচরণ করতে হয়, এটা তার একটা শিক্ষা হতে পারে।
নাচতে গিয়েও বিপত্তি একই অনুষ্ঠানের আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা নিয়ে নেটপাড়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ভিডিওতে দেখা যায়, নিজের ব্লকবাস্টার সিনেমা ‘জওয়ান’-এর জনপ্রিয় ‘চলেয়া’ গানে নাচছেন শাহরুখ। নাচের একপর্যায়ে তিনি হাসিমুখে কনেকে ইশারা করেন তার সঙ্গে পা মেলাতে। কিন্তু কনে নার্ভাস হাসি দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকেন, বাদশার ইশারাতেও এগিয়ে আসেননি।
একজন ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে কটাক্ষ করে লিখেছেন, ‘শাহরুখ খান কোনো বিলিয়নিয়ারের বিয়েতে টাকার জন্য নাচছেন, কিন্তু কনে তার সঙ্গে নাচতেই চাইলেন না।’ তবে অনেকেই কনের পক্ষ নিয়ে বলেছেন, হয়তো ভারতের সবচেয়ে বড় তারকাকে সামনে দেখে লজ্জায় বা অতিরিক্ত উত্তেজনায় তিনি নড়তে পারেননি।
সামনে ব্যস্ত শিডিউল শুটিং ফ্লোর থেকে দূরে থাকলেও শাহরুখ খানের দাপট কমেনি। পেশাগতভাবেও তার সামনে ব্যস্ত সময়। তার পরবর্তী বড় প্রজেক্ট ‘কিং’, যা ২০২৬ সালে মুক্তি পেতে পারে। জানা গেছে, শাহরুখ সেখানে অতিথি চরিত্রে থাকবেন। এছাড়া তাকে দেখা যাবে ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের ‘পাঠান ২’-এ, যা সাম্প্রতিক সময়ের সবচেয়ে প্রতীক্ষিত অ্যাকশন সিক্যুয়েলগুলোর একটি।
মন্তব্য করুন