দক্ষিণি অভিনেত্রী নয়নতারা। তার অভিনীত ‘জওয়ান’ সিনেমা মুক্তির পর অভিনেত্রীর ক্যারিয়ারের শুরুর দিকের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। তাতে নয়নতারাকে দেখে চিনতেই পারছেন অনেকে। খবর হিন্দুস্তান টাইমসের।
ভাইরাল হওয়া ভিডিওতে নয়নতারাকে লাল-কালো সালোয়ার কামিজ পরে, সৌন্দর্যবিষয়ক একটি টিভি শো সঞ্চালনা করতে দেখা গেছে। পুরোনো সেই ভিডিও দেখে এক দর্শক লিখেছেন, ‘নয়নতারাকে তো চেনাই যাচ্ছে না।’
২০০৩ সালে মালয়ালম চলচ্চিত্র ‘মানসিনাক্কারে’-এর মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন নয়নতারা। ২০০৫ সালে তামিল ‘আইয়া’ সিনেমায় অভিনয় করেন। পরের বছর তাকে দেখা যায় তেলেগু চলচ্চিত্র ‘লক্ষ্মী’-তে।
গত দুই দশকে বাণিজ্যিকভাবে সফল বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করতে দেখা গেছ নয়নতারাকে। বাণিজ্যিক ঘরানার সিনেমার পাশাপাশি এই অভিনত্রেী ভিন্নধারার ছবিতেও অভিনয় করেছেন।
নয়নতারা অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে আছে—‘অনামিকা’, ‘কোলামাবু কোকিলা’, ‘মায়া’, ‘থানি অরুভান’, ‘নেত্রিকান’, ইত্যাদি।
সিনেমায় ব্যাপক সাফল্য পেলেও প্রচারের আড়ালে থাকতেই পছন্দ করেন এই অভিনেত্রী। ‘জওয়ান’-এর সাফল্যের পর সিনেমাসংশ্লিষ্ট সবার বক্তব্য পাওয়া গেলেও, নয়নতারাকে সেই অর্থে মুখ খুলতে দেখা যায়নি।
মন্তব্য করুন