সিনেমাতে প্রধান ভূমিকায় দেখা না গেলেও প্রতিটি গানে আকাশছোঁয়া পারিশ্রমিক নেন বলিউড তারকা উর্বশী রাউতেলা। তামিল ‘ওয়ালটার বারিয়া’ ছবিতে আইটেম গানে নেচে দুই কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন তিনি, যেখানে দক্ষিণী ছবির প্রধান নায়িকাদের পারিশ্রমিকই থাকে বড়জোর চার থেকে পাঁচ কোটি রুপি। খবর ডিএনএ
বলিউডের বেশকিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন উর্বশী। তবে সাড়া ফেলতে পারেননি কোনোটিতেই। কিন্তু আইটেম গান ও বিজ্ঞাপনে কাজ করে বেশ পরিচিতি পেয়েছেন।
বর্তমানে গান কিংবা বিজ্ঞাপনের কোনো কাজে তিন মিনিটের পারফরম্যান্সের জন্য তিন কোটি রুপি পারিশ্রমিক নেন উর্বশী। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় চার কোটি টাকা। মানে প্রতি মিনিটে তার পারিশ্রমিক হবে এক কোটি রুপি!
২০২৪ সালে কয়েকটি সিনেমায় দেখা যাবে অভিনেত্রী উর্বশীকে। ২০১৩ সালে সানি দেওলের ‘সিং সাব দ্য গ্রেট’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয় উর্বশীর।
মন্তব্য করুন