বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৬:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

হত্যাচেষ্টা মামলায় ডিপজল

মনোয়ার হোসেন ডিপজল I ছবি : সংগৃহীত
মনোয়ার হোসেন ডিপজল I ছবি : সংগৃহীত

এবার দেশের জনপ্রিয় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের নাম জড়িয়ে পড়ল এক হত্যাচেষ্টা মামলার ঘটনায়। আদালতে আনুষ্ঠানিকভাবে মামলা দায়েরের খবর নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী কাইয়ুম হোসেন নয়ন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাশিদা আক্তারের স্বামী আব্দুল মজিদ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিজবাহ উর রহমানের আদালতে মামলাটি করেন।

এ সময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ডের পর অভিযোগের ব্যাপারে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

জানা যায়, এর আগে, গত ৮ জুলাই অ্যাসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে রাশিদা আক্তার বাদী হয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে একটি মামলা দায়ের করেছিলেন। সেই মামলা তুলে নেওয়ার জন্য ভুক্তভোগী নারীর স্বামীকে মেরে বস্তাবন্দি করে বুড়িগঙ্গায় ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া যায়।

মামলার নথিতে বাদীর উল্লেখ করা অভিযোগ থেকে জানা যায়, মামলা করার পর ডিপজল ও তার সন্ত্রাসী বাহিনী মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেয়। ভয়ে রাশিদা আক্তার দারুস সালাম থানা এলাকা থেকে যাত্রাবাড়ী চলে আসে। গত ৪ সেপ্টেম্বর তারা বাসা থেকে কাজে গেলে তাদের মেয়ে বাসায় একা ছিল। তখন ডিপজলের সন্ত্রাসী বাহিনীর ১০/১২ জন বাসায় প্রবেশ করে ভাঙচুর চালায় এবং ৫০ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। মেয়েকে ধর্ষণ করে বলে অভিযোগ করেন। এতে ১০/১২ জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করা হয়।

এ ছাড়া আব্দুল মজিদ গত ১ নভেম্বর যাত্রাবাড়ী থানার পেছনে হোটেলে খাবার খেতে গেলে দুজন তাকে কথা আছে বলে ডেকে নেয়। সিএনজিচালিত অটোরিকশায় করে তাকে শনির আখড়ায় একটি বিল্ডিংয়ের ৫ম তলায় নেয়। সেখানে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেয়। ডিপজলের প্রস্তাবে রাজি না হওয়ায় আব্দুল মজিদকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।

মামলার নথিতে আরও উল্লেখ করা হয়, তাৎক্ষণিকভাবে ডিপজলের সহযোগী মো. ফয়সাল তাকে রড দিয়ে মারধর করে। অন্যারাও মারধর করতে থাকে। ফলে মারাত্মক আহত হন তিনি। ডিপজল আব্দুল মজিদের কপালে বন্দুক ঠেকিয়ে গুলি করতে যায়। পরে ডিপজলের পা ধরে জীবন ভিক্ষা চায় আব্দুল মজিদ এবং মামলা তুলে নেবে বলে জানায়।

এ সময় আব্দুল মজিদের কাছে থাকা ২০ হাজার টাকা এবং বিকাশে থাকা সাড়ে তিন হাজার টাকা নিয়ে নেয় তারা। আর দুই দিনের মধ্যে মামলা প্রত্যাহারের শর্তে তাকে আহত অবস্থায় ফেলে চলে যায়। পরে রাশিদা আক্তার তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। গত ৩ নভেম্বর মামলা করার জন্য যাত্রাবাড়ী থানায় যান তারা। কিন্তু কর্তৃপক্ষ মামলা নেয়নি।

তবে এ বিষয়ে অভিনেতা ডিপজল ও তার পরিবারের কারও থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ২১৮ পদে বড় নিয়োগ, আবেদন যেভাবে

মোদির মায়ের চরিত্রে রাভিনা ট্যান্ডন

লকডাউনের নামে আ.লীগ মানুষ পুড়িয়ে মারছে : রিজভী

করোনায় অতিরিক্ত মুসল্লি নিয়ে নামাজ আদায়, বরখাস্ত ইমামকে বহালের নির্দেশ

উদ্বোধনের পর ধসে পড়ল সেতু

ঢাকা ওয়াসার এমডি হলেন আব্দুস সালাম ব্যাপারী

পাকিস্তানের কাছে বাংলাদেশের লজ্জার হার

জাতীয় ঈদগাহের সামনে পুরুষের ড্রামভর্তি খণ্ড-বিখণ্ড মরদেহ

বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু জ্ঞানশ্রী মহাথেরের মহাপ্রয়াণ

শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষা দিতে হবে : মাদ্রাসার ডিজি

১০

সামিতকে বিশ্রামে রেখে একাদশ ঘোষণা বাংলাদেশের

১১

ব্লুটুথ ব্যবহারে এই ৫ বিষয়ে সতর্ক না হলে বিপদে পড়বেন

১২

আল শারার স্ত্রীর সংখ্যা জিজ্ঞেস করে ট্রাম্পের খুনসুটি

১৩

হত্যাচেষ্টা মামলায় ডিপজল

১৪

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে কী হবে

১৫

নাশকতার পরিকল্পনা, চুয়াডাঙ্গার সাবেক মেয়র ঢাকায় গ্রেপ্তার

১৬

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ

১৭

বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী আহত

১৮

শেখ হাসিনার রায় নিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীর যে আশা

১৯

১১ লাখ টাকার ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

২০
X