বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৬:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

হত্যাচেষ্টা মামলায় ডিপজল

মনোয়ার হোসেন ডিপজল I ছবি : সংগৃহীত
মনোয়ার হোসেন ডিপজল I ছবি : সংগৃহীত

এবার দেশের জনপ্রিয় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের নাম জড়িয়ে পড়ল এক হত্যাচেষ্টা মামলার ঘটনায়। আদালতে আনুষ্ঠানিকভাবে মামলা দায়েরের খবর নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী কাইয়ুম হোসেন নয়ন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাশিদা আক্তারের স্বামী আব্দুল মজিদ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিজবাহ উর রহমানের আদালতে মামলাটি করেন।

এ সময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ডের পর অভিযোগের ব্যাপারে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

জানা যায়, এর আগে, গত ৮ জুলাই অ্যাসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে রাশিদা আক্তার বাদী হয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে একটি মামলা দায়ের করেছিলেন। সেই মামলা তুলে নেওয়ার জন্য ভুক্তভোগী নারীর স্বামীকে মেরে বস্তাবন্দি করে বুড়িগঙ্গায় ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া যায়।

মামলার নথিতে বাদীর উল্লেখ করা অভিযোগ থেকে জানা যায়, মামলা করার পর ডিপজল ও তার সন্ত্রাসী বাহিনী মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেয়। ভয়ে রাশিদা আক্তার দারুস সালাম থানা এলাকা থেকে যাত্রাবাড়ী চলে আসে। গত ৪ সেপ্টেম্বর তারা বাসা থেকে কাজে গেলে তাদের মেয়ে বাসায় একা ছিল। তখন ডিপজলের সন্ত্রাসী বাহিনীর ১০/১২ জন বাসায় প্রবেশ করে ভাঙচুর চালায় এবং ৫০ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। মেয়েকে ধর্ষণ করে বলে অভিযোগ করেন। এতে ১০/১২ জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করা হয়।

এ ছাড়া আব্দুল মজিদ গত ১ নভেম্বর যাত্রাবাড়ী থানার পেছনে হোটেলে খাবার খেতে গেলে দুজন তাকে কথা আছে বলে ডেকে নেয়। সিএনজিচালিত অটোরিকশায় করে তাকে শনির আখড়ায় একটি বিল্ডিংয়ের ৫ম তলায় নেয়। সেখানে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেয়। ডিপজলের প্রস্তাবে রাজি না হওয়ায় আব্দুল মজিদকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।

মামলার নথিতে আরও উল্লেখ করা হয়, তাৎক্ষণিকভাবে ডিপজলের সহযোগী মো. ফয়সাল তাকে রড দিয়ে মারধর করে। অন্যারাও মারধর করতে থাকে। ফলে মারাত্মক আহত হন তিনি। ডিপজল আব্দুল মজিদের কপালে বন্দুক ঠেকিয়ে গুলি করতে যায়। পরে ডিপজলের পা ধরে জীবন ভিক্ষা চায় আব্দুল মজিদ এবং মামলা তুলে নেবে বলে জানায়।

এ সময় আব্দুল মজিদের কাছে থাকা ২০ হাজার টাকা এবং বিকাশে থাকা সাড়ে তিন হাজার টাকা নিয়ে নেয় তারা। আর দুই দিনের মধ্যে মামলা প্রত্যাহারের শর্তে তাকে আহত অবস্থায় ফেলে চলে যায়। পরে রাশিদা আক্তার তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। গত ৩ নভেম্বর মামলা করার জন্য যাত্রাবাড়ী থানায় যান তারা। কিন্তু কর্তৃপক্ষ মামলা নেয়নি।

তবে এ বিষয়ে অভিনেতা ডিপজল ও তার পরিবারের কারও থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে এমন জানাজা আগে কেউ দেখেনি 

দিনে-দুপুরে বাড়ির ভেতর ঢুকে পড়ল বাঘ

নতুন বছর সবার আগে বরণ করল যেসব দেশ

আরব আমিরাতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি সৌদির

বছরের শুরুতে চাঁদপুরে বই পাচ্ছে না ৪৫ শতাংশ শিক্ষার্থী

চট্টগ্রামে খালেদা জিয়ার গায়েবানা জানাজা

দীপিকার পাশে দাঁড়ালেন কাল্কি কোয়েচলিন

রাস্তায় ফেলে যাওয়া সেই ২ শিশুর বাবা আটক

খালেদা জিয়াকে সশস্ত্র বাহিনীর গার্ড অব অনার

নিরাপত্তার প্রশ্নে স্থগিত এ আর রহমানের কনসার্ট

১০

নিজ হাতে খালেদা জিয়াকে শায়িত করলেন তারেক রহমান

১১

জানুয়ারির ১ তারিখকেই কেন বছরের প্রথম দিন ধরা হয়, জানলে অবাক হবেন

১২

বিপিএলের নতুন সূচি প্রকাশ, চট্টগ্রামবাসীর জন্য বড় দুঃসংবাদ

১৩

জিয়াউর রহমানের সমাধির পাশে খালেদা জিয়ার দাফন সম্পন্ন 

১৪

‘ও ভেই যেই বেক্কুনে মিলি জুম কাবা যেই’

১৫

বিপাকে ভারতী সিং

১৬

খালেদা জিয়ার কফিন কাঁধে তুলে নিলেন আজহারি

১৭

‘খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পাবেন না’

১৮

গণঅধিকারের সেই ফারদিনের আয় ‘হাজার কোটি’ থেকে নামল কোটি টাকায়

১৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৪ কিমি যানজট, চরম দুর্ভোগ

২০
X