আহসান হাবীব
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩, ০৪:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

পুরোনো আর্টিস্টদের ফেলে দেওয়া যাবে না : ডিপজল

মনোয়ার হোসেন ডিপজল। ছবি : সংগৃহীত
মনোয়ার হোসেন ডিপজল। ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। দেশের চলচ্চিত্র নিয়ে তার রয়েছে নিজস্ব দর্শন। ঢালিউডের প্রতি তার যেমন রয়েছে ভালোবাসা তেমনি সিনেমা সংশ্লিষ্ট অনেক বিষয়ে আছে অভিযোগ ও ক্ষোভ। সম্প্রতি কালবেলার ক্যামেরার সামনে নতুন তারকাদের কিছু কাজকর্মের সমালোচনা করেছেন এই অভিনেতা।

সিনেমা রিলিজ হওয়ার আগেই নায়ক কিংবা নায়িকা তকমা নিয়ে সাক্ষাৎকার দিয়ে বেড়াচ্ছেন নবাগত অভিনয়শিল্পীদের কেউ কেউ। তাদের বিষয়ে ডিপজল বলেন, ‘মিডিয়া ওই নতুন শিল্পীকে সাক্ষাৎকারে ডাকলে সে যেতেই পারেন, তবে যাওয়া উচিত তার ডিরেক্টর বা প্রডিউসারকে নিয়ে। তাদের মাধ্যমে ওই নবাগতের পরিচয় বাড়বে। কিন্তু কেউ যদি একা একা সাক্ষাৎকার দেন এবং নিজেকে জাহির করেন তাতে ভালো কিছু হবে না। ভবিষ্যতে ভালো কিছু আশাও করতে পারবেন না’।

অনেক সময় সিনেমা হলে দর্শক মেলে না। কিন্তু শো শেষে তারকাদের সঙ্গে সেলফি তুলতে মানুষ হুমড়ি খেয়ে পড়ে। এ বিষয়ে অভিনেতা ডিপজল বলেন, ‘যারা আর্টিস্ট হতে চায় কিংবা আর্টিস্ট হওয়ার মন-মানসিকতা রাখে, তাদের পাবলিকের সামনে যাওয়া ঠিক নয়। গেলেও সে ভালো কিছু পাবে বলে মনে হয় না। আর্টিস্টকে যত লুকিয়ে রাখা যায় ততই তার সম্মান বাড়ে।

নতুন তারকা আসছে না। এলেও অল্প কয়েকদিন পর তাদের ভেতর দম্ভ ভর করছে, এমন অভিযোগ তুলে ডিপজল বলেন, ‘তারা তো আগেই অনেক বড় হয়ে যায়, অনেক বড় বড় কথা বলে ফেলে। কিন্তু বড় কথা বললেই তো হবে না, কাজটাও তো শেখা লাগবে। কিছু নাটক ও বিজ্ঞাপন করলেই কি বড় হওয়া যায়? আমরাই তো এখনো কিছু শিখিনি। কেউ যদি মনে করে, সে কাজ শিখে গেছে, তাহলে সে জিরো। তার উঠে আসতে অনেক সময় লাগবে’।

তিনি আরও বলেন, ‘এখন এমন একটা সময় এসেছে যখন কারো একটুও ধৈর্য নেই। এখন সবাই ছুটছে টাকার পেছনে। তিনটি সিনেমা করার পর সেগুলো রিলিজ না হতেই আরও একটা ছবি করতে চায়। কিন্তু আগে তো তিনটা চলচ্চিত্র রিলিজ হোক; সেগুলোর কী অবস্থা হয়- সেটা তো আগে দেখতে হবে। ছবি ভালো হলে তো অটোমেটিকভাবেই ১০ জন তাকে টেনে নেবে। তারকা তৈরি একটা কঠিন ব্যাপার। এখন ছেলেমেয়েরা ধৈর্য ধরতে চায় না’।

পুরোনো তারকারা কাজ পাচ্ছেন না—এ বিষয়ে দ্বিমত জানিয়ে ডিপজল বলেন, ‘যারা কাজের মানুষ তারা ঠিকই কাছ পাচ্ছেন। তবে অনেক তারকা আছেন যারা আবহাওয়াগত কারণে কাজ করতে পারেন না। যেমন আলমগীর ভাই। ওনাকে যদি ডাকা হয় উনি হয়তো গরমে কাজ করতে পারবেন না। পুরোনো চাল ভাতে বাড়ে তাই পুরোনো আর্টিস্টদের ফেলে দেওয়া যাবে না’।

তারকাদের শো রুম উদ্বোধন তথা ফিতা কাটার প্রবণতার বিষয়ে এই অভিনেতা বলেন, শো রুম বা অন্য কিছু উদ্বোধনে আর্টিস্ট যেতেই পারেন। যাবেন না কেন? যাকে তাকে তো নিচ্ছে না। বাংলাদেশ অনেক সুন্দরী আছেন, তাদের তো নিচ্ছে না। তারকাদের নেওয়া হচ্ছে। কারণ তাদের সবাই চেনে। ফিতা কাটাকে খারাপ কিছু আমার মনে হয় না।

পরিবার নিয়ে মাঝমধ্যেই ঘুরতে দেখা যায় অভিনেতা ডিপজলকে। এ বিষয়ে বলেন, ‘পরিবার নিয়ে সিনেমা হলে যাই। বিদেশে গেলেও আমরা সিনেমা দেখি।

বাংলাদেশের সিনেমা হলেও আমার ছেলেমেয়েরা যায়, সিনেমা দেখে। ছবির গল্প ভালো লাগলে কে না দেখবে! একটা সিনেমায় শেখার মতো অনেক কিছু থাকে। হিন্দি সিনেমায় শেখার কিছু এখন আর নেই। এখন যত বাজে জিনিস আছে, সব হিন্দি সিনেমায় আছে। যেটাকে বাংলায় নোংরামি বলে’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘কৃষিজমি ও পরিবেশ নষ্ট করে বর্জ্যের প্লান্ট করা যাবে না’

‘জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে’

তিন মাসে রেকর্ড রাজস্ব আদায়

জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া

নেত্রকোনায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী / কালবেলা মানুষের আস্থা অর্জন করেছে : পুলিশ সুপার

প্রস্রাবের রং কারণ ছাড়াই ঘোলাটে, এটা কীসের ইঙ্গিত

তদন্তের মুখে তিন দক্ষিণী অভিনেত্রী

বরগুনায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃষ্ণচূড়া ও রাধাচূড়া গাছ রোপণ

এইচএসসি পরীক্ষায় আমিরাতে বাংলাদেশি দুই প্রতিষ্ঠানের সাফল্য 

পৃথিবীর সবচেয়ে দামি পালক কোন পাখির?

১০

চাঁদপুরে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উপযাপন / সমাজ বিনির্মাণে সাংবাদিকদের লেখনীর বিকল্প নেই : সলিম উল্লাহ

১১

লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলা

১২

ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন

১৩

লালমনিরহাটে আনন্দঘন পরিবেশে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৪

কালবেলার সংবাদ পাঠকদের কাছে সহজবোধ্য ও গ্রহণযোগ্য : জেলা ম্যাজিস্ট্রেট

১৫

সংসদ ভবনে ঢুকে পড়া জুলাই যোদ্ধাদের সঙ্গে সমঝোতার চেষ্টায় পুলিশ 

১৬

বিশ্বকাপের শেষ ট্রেন ধরল আমিরাত, চূড়ান্ত ২০ দলের তালিকা প্রকাশ

১৭

সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান

১৮

যেসব জায়গায় ফোন রাখলেই ক্যানসার ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ে

১৯

সুনামগঞ্জে কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০
X