ঢাকাই সিনেমার খল অভিনেতা মিশা সওদাগর। মঙ্গলবার (৫ ডিসেম্বর) তার বিয়েবার্ষিকী। স্ত্রী মিতার সঙ্গে দাম্পত্যের ৩০ বছর পূর্ণ হলো তার। তিন দশক পূর্তিতে স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এই অভিনেতা।
মিশা লিখেছেন, ৩০ বছর পার করার পর আমার উপলব্ধি হচ্ছে, মানুষের কাছে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে তার মা জননী। আর একজন পুরুষের কাছে শ্রেষ্ঠ সম্পত্তি হচ্ছে তার স্ত্রী। যে তার মান-সম্মান, অর্থ, প্রতিপত্তি, সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, সন্তান-সন্তুতির আমানত হিসেবে রক্ষা করে। তোমার প্রতি অনেক কৃতজ্ঞতা অনেক ভালোবাসা।
আমাকে আজকের দিনে কবুল করার জন্য তোমার কাছে আমি অনেক কৃতজ্ঞ। শুভ হোক বিবাহবার্ষিকী।
পোস্টের সঙ্গে একটি ছবিও জুড়ে দিয়েছেন মিশা সওদাগর। জানা যায়, ১০ বছর চুটিয়ে প্রেমের পর মিতাকে বিয়ে করেন মিশা সওদাগর।
সংবাদমাধ্যমকে মিশা জানান, তিনি যখন ম্যাট্রিক পরীক্ষার্থী ছিলেন, তখন থেকেই প্রেমের শুরু। তখন নবম শ্রেণিতে পড়তেন মিতা। তাদের দুজনের মা ছিলেন পরস্পরের নিকট আত্মীয়। দুই পরিবারের যাতায়াত ছিল দুজনেরই।
মিশা আরও জানান, মিতার মেধা মিশাকে খুর আকৃষ্ট করেছিল। চিঠি দিয়ে প্রেমের শুরুটা করেছিলেন মিতা। যদিও ১০ বছরের প্রেমের সময়টা মোটেও সহজ ছিল না মিতা ও মিশার। পারিবারিক আপত্তি ছিল। তবে হাল ছাড়েননি তারা। বর্তমানে এই দম্পতির দুই সন্তান রয়েছে।
মন্তব্য করুন