ঈদুল আজহা উপলক্ষে সিনেমা হলে চলছে ঢালিউড কুইন অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’। পাশাপাশি মুক্তি পেয়েছে নায়িকার সাবেক স্বামী সুপারস্টার শাকিব খানের ‘প্রিয়তমা’।
নিজের সিনেমা দেখার পাশাপাশি সাবেক স্ত্রী অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’ দেখারও আহ্বান জানিয়েছেন শাকিব। নিজের ভেরিফায়েড ফেসবুকে অপুর ছবিটি দেখার অনুরোধ করে একটি পোস্ট করেছেন নায়ক। সেই পোস্ট শেয়ার করে কৃতজ্ঞতা জানিয়েছেন অপু বিশ্বাস।
এ ঘটনার পর আরও কিছু তথ্য সামনে আনেন অপু। তিনি জানান,‘লাল শাড়ি’ সিনেমার ২০ দিনের আউটডোর শুটিং ছিল। ১৮ দিনের মাথায় অর্থসংকটে পড়েন নায়িকা। ছবিটির কাজ ঠিকঠাকভাবে করার জন্য শাকিব তাকে আর্থিক সহযোগিতা করেছেন। গতকাল শুক্রবার সিনেমা দেখতে হলে গিয়ে সংবাদমাধ্যমকে এসব কথা বলেছেন অপু বিশ্বাস।
অপু আরও বলেন, ‘শাকিব খান যদি আমাকে সাপোর্ট না করতেন, তাহলে হয়তো সিনেমাটির প্রযোজনার কাজ শেষ করে উঠতে পারতাম না। আমার লাল শাড়ি ছবিটি করতে গিয়ে ফিন্যান্সিয়ালি আটকে পড়েছিলাম। শাকিবকে বলার সঙ্গে সঙ্গেই কোনো প্রশ্ন না করেই সাপোর্ট করেছে। আমার সব সাফল্য ও কৃতিত্ব শাকিবের কারণেই।’
মন্তব্য করুন