বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০৬:৪২ পিএম
অনলাইন সংস্করণ

লুঙ্গি-গামছায় ভিন্ন এক অনন্ত জলিল

চিত্রনায়ক অনন্ত জলিল। ছবি : সংগৃহীত
চিত্রনায়ক অনন্ত জলিল। ছবি : সংগৃহীত

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় নৌ-সেক্টর পরিচালিত গেরিলা অপারেশনকে ঘিরে নির্মিত হচ্ছে ‘অপারেশন জ্যাকপট’ শিরোনামে একটি সিনেমা।

গত বছরের ২৭ ডিসেম্বর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) সংবাদ সম্মেলন করে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। জানানো হয়েছে অপারেশন জ্যাকপটে অন্যদের সঙ্গে অভিনয় করবেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক অনন্ত জলিলও।

এবার ভিন্নভাবে পর্দায় হাজির হচ্ছেন চিত্রনায়ক অনন্ত জলিল। অপারেশন জ্যাকপট সিনেমার শুটিংয়ে একেবারেই ভিন্ন লুকে দেখা গেছে তাকে।

গত বছরের ২৯ ডিসেম্বর এফডিসিতে অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী প্রযোজিত পিরিওডিক্যাল সিনেমা ‘অপারেশন জ্যাকপট’-এর শুটিং শুরু হয়েছে। প্রথম লটে ছবিটির গুরুত্বপূর্ণ চরিত্রে একেবারেই ভিন্ন গ্যাটআপে হাজির হতে দেখা গেছে অনন্ত জলিলকে।

শুক্রবার (৫ জানুয়ারি) এফডিসির ২ নম্বর ফ্লোরে অনন্ত জলিলকে লুঙ্গি-শার্ট, গলায় গামছা জড়ানো অবস্থায় দেখা গেছে। তার চুলে আর্মি ছাঁট। চরিত্রের প্রয়োজনে এমনটা করা হয়েছে বলে জানিয়েছেন প্রযোজক স্বপন চৌধুরী।

স্বপন চৌধুরী বলেন, অনন্ত জলিলের ডেডিকেশন আমাকে উদ্বুদ্ধ করেছে। সিনেমায় দুটো লুকেই আমরা তাকে দেখাব। যেহেতু এটা পিরিওডিক্যাল সিনেমা, তাই চরিত্রের প্রয়োজনে মিশন সাকসেস করতে সব ধরনের কৌশলের মধ্য দিয়ে তাকে যেতে হবে। এখানে তেমন একটি চরিত্রে তাকে দেখা যাবে। আবার পশ চরিত্রেও তাকে আমরা দেখাব। পোশাকে-চলনে-বলনেও পরিবর্তন আসবে যা দেখে তার ভক্তরা এনজয় করতে পারবেন।

তিনি আরও বলেন, সিনেমাটি কমান্ডো মিশন নির্ভর গল্প, যে কারণে নায়কসুলভ ব্যাপারটা অনুল্লেখযোগ্য, এখানে চরিত্রের গভীরতা গুরুত্বপূর্ণ। তার চরিত্রটাও অন্যরকম। তাই জুটির প্রসঙ্গটি প্রাসঙ্গিক নয়। অনন্ত জলিলকে বিষয়টি জানালে তিনি বুঝতে পেরে আমাদের সম্মতি দেন।

প্রথম লটে এফডিসিতে শুরু হওয়া অপারেশন জ্যাকপট সিনেমার শুটিং চলবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত। তারপর গাজীপুরসহ ৪টি সমুদ্র বন্দর হয়ে ভারত ও ফ্রান্সে হবে ছবিটির শুটিং।

এফডিসিতে সিনেমার শুটিংয়ে অনন্ত জলিল ছাড়াও অংশগ্রহণ করেছেন ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াত, নিপুণ, রেবেকা, মিশা সওদাগর, অমিত হাসান, রোশান, নিরব, আমান রেজা, ইমন, জয় চৌধুরী, ওমর সানী, শহিদুল ইসলাম সাচ্চু, ডন, ড্যানি সিডাক, শিবা শানু, গাংগুয়া, বড়দা মিঠু, জাদু আজাদ, নাদের চৌধুরী, সাদেক সিদ্দিকী, সাব্বির, মেহেদী হাসান ফাহিম, সাগর, খালেদ সুজন, পীরজাদা হারুন, পল্লব, শিমুল খান, খোরশেদ আলম খসরু, সাঞ্জুজন ও শিপন মিত্রসহ অনেকে। উল্লেখ্য, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত হচ্ছে দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসভিত্তিক এই চলচ্চিত্র। ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের দেলোয়ার জাহান ঝন্টু ও ভারতের রাজিব বিশ্বাস। শুক্রবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশে শুরু হয়েছে সিনেমার শুটিং। দেশ-বিদেশে শুটিং চলবে মার্চ পর্যন্ত। ছবিটির বাজেট ধরা হয়েছে ২১ কোটি টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঠের সেতুই ২০ গ্রামে স্বস্তির হাসি

রাবিতে বহুল প্রত্যাশিত ই-কার সেবা চালু

ব্রাজিল, আর্জেন্টিনা ম্যাচের জন্য বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা

শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তকে পুলিশে দিলেন স্থানীয়রা

হোয়াটসঅ্যাপে এলো নতুন ‘নোট’ ফিচার

আবারও যমুনা অভিমুখে মিছিলের ঘোষণা ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের

ব্যক্তিগত চ্যাট ফাঁসের পর বিয়ে স্থগিত, মুখ খুললেন গায়কের মা

প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

হত্যা মামলার প্রধান আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

লটারির পর একযোগে ৬৪ এসপিকে বদলি

১০

লটারিতে এসপি নিয়োগে মেধাবী কেউ বাদ পড়েনি : স্বরাষ্ট্র উপদেষ্টা

১১

ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নতুন নির্দেশনা

১২

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত : সিইসি

১৩

দাঁতের জন্য মারাত্মক খারাপ যে ৫ খাবার

১৪

এলিফ্যান্টস ফুট : পাঁচ মিনিট কাছে থাকলেই মৃত্যু

১৫

‘কবর থেকে মানুষ যেমন ফেরে না, শেখ হাসিনাও রাজনীতিতে ফিরবেন না’

১৬

বাংলাদেশে অবাধ-অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় জার্মানি

১৭

আ.লীগ নেতাদের বিএনপিতে যোগদান

১৮

ধানক্ষেতে মিলল গলাকাটা বিবস্ত্র মরদেহ, পুড়িয়ে দেওয়া হয়েছে মুখ

১৯

বিশ্বকাপের ফাইনালে প্রতিপক্ষ হিসেবে যে দলকে চায় ভারত

২০
X