বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০৬:৪২ পিএম
অনলাইন সংস্করণ

লুঙ্গি-গামছায় ভিন্ন এক অনন্ত জলিল

চিত্রনায়ক অনন্ত জলিল। ছবি : সংগৃহীত
চিত্রনায়ক অনন্ত জলিল। ছবি : সংগৃহীত

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় নৌ-সেক্টর পরিচালিত গেরিলা অপারেশনকে ঘিরে নির্মিত হচ্ছে ‘অপারেশন জ্যাকপট’ শিরোনামে একটি সিনেমা।

গত বছরের ২৭ ডিসেম্বর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) সংবাদ সম্মেলন করে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। জানানো হয়েছে অপারেশন জ্যাকপটে অন্যদের সঙ্গে অভিনয় করবেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক অনন্ত জলিলও।

এবার ভিন্নভাবে পর্দায় হাজির হচ্ছেন চিত্রনায়ক অনন্ত জলিল। অপারেশন জ্যাকপট সিনেমার শুটিংয়ে একেবারেই ভিন্ন লুকে দেখা গেছে তাকে।

গত বছরের ২৯ ডিসেম্বর এফডিসিতে অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী প্রযোজিত পিরিওডিক্যাল সিনেমা ‘অপারেশন জ্যাকপট’-এর শুটিং শুরু হয়েছে। প্রথম লটে ছবিটির গুরুত্বপূর্ণ চরিত্রে একেবারেই ভিন্ন গ্যাটআপে হাজির হতে দেখা গেছে অনন্ত জলিলকে।

শুক্রবার (৫ জানুয়ারি) এফডিসির ২ নম্বর ফ্লোরে অনন্ত জলিলকে লুঙ্গি-শার্ট, গলায় গামছা জড়ানো অবস্থায় দেখা গেছে। তার চুলে আর্মি ছাঁট। চরিত্রের প্রয়োজনে এমনটা করা হয়েছে বলে জানিয়েছেন প্রযোজক স্বপন চৌধুরী।

স্বপন চৌধুরী বলেন, অনন্ত জলিলের ডেডিকেশন আমাকে উদ্বুদ্ধ করেছে। সিনেমায় দুটো লুকেই আমরা তাকে দেখাব। যেহেতু এটা পিরিওডিক্যাল সিনেমা, তাই চরিত্রের প্রয়োজনে মিশন সাকসেস করতে সব ধরনের কৌশলের মধ্য দিয়ে তাকে যেতে হবে। এখানে তেমন একটি চরিত্রে তাকে দেখা যাবে। আবার পশ চরিত্রেও তাকে আমরা দেখাব। পোশাকে-চলনে-বলনেও পরিবর্তন আসবে যা দেখে তার ভক্তরা এনজয় করতে পারবেন।

তিনি আরও বলেন, সিনেমাটি কমান্ডো মিশন নির্ভর গল্প, যে কারণে নায়কসুলভ ব্যাপারটা অনুল্লেখযোগ্য, এখানে চরিত্রের গভীরতা গুরুত্বপূর্ণ। তার চরিত্রটাও অন্যরকম। তাই জুটির প্রসঙ্গটি প্রাসঙ্গিক নয়। অনন্ত জলিলকে বিষয়টি জানালে তিনি বুঝতে পেরে আমাদের সম্মতি দেন।

প্রথম লটে এফডিসিতে শুরু হওয়া অপারেশন জ্যাকপট সিনেমার শুটিং চলবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত। তারপর গাজীপুরসহ ৪টি সমুদ্র বন্দর হয়ে ভারত ও ফ্রান্সে হবে ছবিটির শুটিং।

এফডিসিতে সিনেমার শুটিংয়ে অনন্ত জলিল ছাড়াও অংশগ্রহণ করেছেন ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াত, নিপুণ, রেবেকা, মিশা সওদাগর, অমিত হাসান, রোশান, নিরব, আমান রেজা, ইমন, জয় চৌধুরী, ওমর সানী, শহিদুল ইসলাম সাচ্চু, ডন, ড্যানি সিডাক, শিবা শানু, গাংগুয়া, বড়দা মিঠু, জাদু আজাদ, নাদের চৌধুরী, সাদেক সিদ্দিকী, সাব্বির, মেহেদী হাসান ফাহিম, সাগর, খালেদ সুজন, পীরজাদা হারুন, পল্লব, শিমুল খান, খোরশেদ আলম খসরু, সাঞ্জুজন ও শিপন মিত্রসহ অনেকে। উল্লেখ্য, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত হচ্ছে দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসভিত্তিক এই চলচ্চিত্র। ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের দেলোয়ার জাহান ঝন্টু ও ভারতের রাজিব বিশ্বাস। শুক্রবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশে শুরু হয়েছে সিনেমার শুটিং। দেশ-বিদেশে শুটিং চলবে মার্চ পর্যন্ত। ছবিটির বাজেট ধরা হয়েছে ২১ কোটি টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে আ.লীগপন্থি ডিনদের অফিসে তালা

জ্ঞান ফিরেই রোগীর চিৎকার, তার ভালো পায়ে অপারেশন হয়েছে

কে হবেন রাজশাহীর অধিনায়ক, যা জানালেন কোচ

মবকারীদের অবিলম্বে আইনের আওতায় আনা হবে : ধর্ম উপদেষ্টা 

হাত-পা ঝিনঝিন বা তালু চুলকাচ্ছে? হতে পারে শরীরের সতর্কবার্তা

জকসু নির্বাচনে শিবিরের ২১ দফা ইশতেহার

বাবাকে নয় ,মাকে উৎসর্গ করতে চাই জীবনের প্রথম পুরস্কার: আরিয়ান

যে খাবারগুলো শুক্রাণু কমাতে পারে বলে জানাচ্ছে গবেষণা

হাতিয়ায় বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর

বাংলাদেশের জুটি জুমার-ঊর্মির রৌপ্য পদক জয়

১০

রাজধানীতে ভাইবোনের মরদেহ উদ্ধার

১১

তারেক রহমানের পক্ষে মনোনয়ন সংগ্রহ

১২

দিপু হত্যায় মামলায় গ্রেপ্তার আরও ২

১৩

মবোক্রেসি কঠোরহস্তে দমন করতে হবে : সালাহউদ্দিন আহমদ

১৪

কম্বোডিয়া জাতীয় দলে যেভাবে ডাক পেলেন বাংলাদেশের শুয়াইব

১৫

বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক

১৬

রাতের খাবারের পরও ক্ষুধা? কারণ জানলে অবাক হবেন

১৭

শহীদ করপোরাল মাসুদ রানার অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী

১৮

হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পেছাল

১৯

আ.লীগ নেতা তোফা গ্রেপ্তার

২০
X