

যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্রুত সম্প্রসারিত হচ্ছে। বিশাল ডেটা সেন্টার নির্মাণ করা হচ্ছে; কিন্তু দেশটির অনেক নাগরিক এই প্রযুক্তির পরিবেশগত প্রভাব নিয়ে উদ্বিগ্ন।
সম্প্রতি এপি-এনওআরসি ও শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউটের জরিপে দেখা গেছে, নাগরিকরা এআইয়ের কারণে পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নিয়ে অন্যান্য শিল্পের তুলনায় বেশি উদ্বিগ্ন।
জরিপে বলা হয়েছে, এআই পরিচালনার জন্য প্রচুর বিদ্যুৎ ও পানি লাগে। এই বিদ্যুৎ কার্বন নিঃসরণ ও পরিবেশে তাপ বৃদ্ধি করে।
জরিপে দেখা গেছে, এআইয়ের পরিবেশগত প্রভাব নিয়ে প্রায় ৪০ শতাংশ প্রাপ্তবয়স্ক মার্কিন ‘অত্যন্ত’ বা ‘খুব’ উদ্বিগ্ন। এ সংখ্যাটি ক্রিপ্টোকারেন্সি, মাংস উৎপাদন ও বিমান চলাচল সম্পর্কিত উদ্বেগের চেয়ে বেশি।
নাগরিকরা বলেন, ডেটা সেন্টারের উচ্চ বিদ্যুৎ ও পানি ব্যবহারের কারণে স্থানীয় কমিউনিটিগুলোও উদ্বিগ্ন। কিছু মানুষ মনে করেন, এআইয়ের দ্রুত সম্প্রসারণ মানব ও প্রকৃতির জন্য হুমকি সৃষ্টি করতে পারে।
রাজনৈতিকভাবে, ডেমোক্র্যাটরা এ বিষয়ে বেশি উদ্বিগ্ন। জরিপে দেখা গেছে, ডেমোক্র্যাটদের প্রায় অর্ধেক ‘খুব উদ্বিগ্ন’, স্বতন্ত্ররা এক-তৃতীয়াংশ এবং রিপাবলিকানদের প্রায় এক-তৃতীয়াংশ। যদিও কিছু রিপাবলিকান বিশ্বাস করেন, এআই সঠিকভাবে ব্যবহার হলে এটি পরিবেশ এবং অন্যান্য ক্ষেত্রে উপকারও করতে পারে।
জরিপের ফল অনুযায়ী, অধিকাংশ আমেরিকান মনে করেন, আগামী দশকে এআই পরিবেশ, অর্থনীতি ও সমাজে ইতিবাচকের তুলনায় নেতিবাচক প্রভাব বেশি ফেলবে।
নাগরিকদের মধ্যে মত বিভাজন দেখা গেছে। প্রায় এক-চতুর্থাংশ মনে করেন, এআই তাদের জন্য উপকার করবে। অন্য এক-চতুর্থাংশ মনে করেন ক্ষতি করবে, এবং বাকি অর্ধেক নিশ্চিত নন।
জরিপটি ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে ৩ হাজার ১৫৪ জন প্রাপ্তবয়স্কের মধ্যে পরিচালিত হয়।
মন্তব্য করুন