দেশে গত চব্বিশ ঘণ্টায় ৬৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এই সময়ে মৃত্যু হয়েছে একজনের। দুই সপ্তাহ পর দেশে করোনায় মৃত্যুর সংবাদ এলো। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯ হাজার ৪৬৩ জনে। এর আগে গত ২৭ জুন করোনায় একজনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
মঙ্গলবার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের নিয়ে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৪৩ হাজার ২৮৮ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৪২ শতাংশ। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৯ শতাংশ।
গত চব্বিশ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ৭০ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১০ হাজার ১৩৯ জন।
মন্তব্য করুন