ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হল থেকে কোটাবিরোধী আন্দোলনে যাওয়া এবং সন্দেহভাজন শিক্ষার্থীদের ধরে ধরে পেটানোর অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।
সোমবার (১৫ জুলাই) সন্ধ্যা থেকেই ছাত্রলীগের নেতাকর্মীরা হলগেটে দাঁড়িয়ে হলে ঢোকা শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করে স্ট্যাম্প দিয়ে বেধড়ক পেটাচ্ছে বলে জানিয়েছেন হলটির শিক্ষার্থীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক হলটির কয়েকজন শিক্ষার্থী কালবেলাকে বলেন, আমাদের বিজয় একাত্তর হলে সংঘর্ষের পর থেকে যে যখনই ঢুকছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোটা আন্দোলনে গিয়েছে এরকম কোনো তথ্য পেলে এবং সন্দেহ হলেই স্ট্যাম্প, লাঠি এবং রড দিয়ে বেধড়ক পেটাচ্ছে ছাত্রলীগের হল ক্যান্ডিডেটরা।
হলটির আরেক শিক্ষার্থী বলেন, শিক্ষার্থীদের ওপর নির্বিচারে এত অত্যাচার করা হচ্ছে তারপরও হল প্রভোস্ট কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছেন না। এ ধরনের অথর্ব হল প্রশাসন থাকা আর না থাকা একই কথা।
এ বিষয়ে বক্তব্য জানতে বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুল বাছিরকে একাধিকবার কল দিয়েও পাওয়া যায়নি।
মন্তব্য করুন