সব ধরনের ওষুধের দাম সরকার নির্ধারণ, অনুমোদনহীন দোকানে ওষুধ সরবরাহ বন্ধ করা, মেয়াদোত্তীর্ণ ওষুধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়া এবং কমিশন বৃদ্ধির দাবি জানিয়েছেন ওষুধ ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (২২ মে) রাজধানীর মিটফোর্ড এলাকায় বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) আয়োজিত মানববন্ধনে ব্যবসায়ীরা এসব দাবি জানায়।
বিসিডিএসের নেতারা বলেন, ওষুধ বিক্রির কমিশন বৃদ্ধি করা, মেয়াদোত্তীর্ণ ওষুধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়া এবং ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসিতে ওষুধ কোম্পানি থেকে ওষুধ সরবরাহ বন্ধ করা এবং সব ওষুধের দাম সরকার নির্ধারণ করতে হবে।
বিসিডিএসের পরিচালক জসীম উদ্দীন বলেন, সারা দেশের ওষুধ ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেরত নিয়ে দ্রুত প্রতিস্থাপন করা, ব্যবসায়ীদের ন্যায্য কমিশন বাস্তবায়ন করা, ড্রাগ লাইসেন্সবিহীন ওষুধের দোকানে কোম্পানি কর্তৃক ওষুধ সরবরাহ বন্ধ করাসহ বিভিন্ন দাবি আদায়ের জন্য তারা এই কর্মসূচি পালন করেছেন। দাবি মেনে নেওয়ার জন্য তারা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্ট সমিতির (বিসিডিএস) ভারপ্রাপ্ত সভাপতি ময়নুল হক চৌধুরী।
মন্তব্য করুন