কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ০৯:০৯ এএম
অনলাইন সংস্করণ

২২ জুলাই: আজকের রাশিফলে কী আছে জেনে নিন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রতিটি দিনই নিয়ে আসে নতুন সম্ভাবনা, আশা, আর কখনো কখনো কিছু সতর্কবার্তা। জীবনের প্রতিটি মুহূর্তে, আকাশের গ্রহ-নক্ষত্রগুলোর চলাচল আমাদের ভাগ্য ও মানসিক অবস্থার ওপর প্রভাব ফেলতে পারে।

আজকের রাশিফলে জেনে নিন আপনার দিনটা কেমন যাবে, কোন দিকে রাখবেন বিশেষ নজর, আর কোথায় থেকে পেতে পারেন সাফল্যের ইঙ্গিত। প্রেম, সম্পর্ক, কর্মজীবন, অর্থ ও স্বাস্থ্য—সব দিক জেনে নিন দিনের শুরুতেই।

চলুন, দেখে নেওয়া যাক আজকের আকাশের গ্রহ-নক্ষত্ররা কী বলতে চাচ্ছে আপনাকে।

মেষ (২১ মার্চ - ১৯ এপ্রিল)

আজকের দিনটা খুবই উদ্যমী হতে পারে আপনার জন্য। মনের ভেতরে কিছু নতুন আইডিয়ার জন্ম নিতে পারে, বিশেষ করে যারা নতুন প্রজেক্ট শুরু করতে চাইছেন। কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ এলেও সাহস নিয়ে এগিয়ে গেলে জয় হবে আপনার। পারিবারিকভাবে দিনের দ্বিতীয়ার্ধে মানসিক প্রশান্তি পাবে। প্রেমের দিকে দিনটি মিশ্র। ছোটখাটো রাগ নিয়ন্ত্রণে করুন।

শুভ রং: লাল শুভ সংখ্যা:

বৃষ (২০ এপ্রিল - ২০ মে)

আজ একটু ধৈর্যের পরীক্ষা হতে পারে। কারও কথায় অভিমান করে বসে না থেকে নিজের অনুভূতি বুঝিয়ে বলুন। যারা ব্যবসায় যুক্ত, তাদের জন্য আজ বেশ ভালো দিন। নতুন লাভের সম্ভাবনা আছে। প্রিয়জনের সঙ্গে ছোট ভ্রমণের প্ল্যান জমে উঠতে পারে। শরীরের প্রতি একটু যত্ন নিতে হবে।

শুভ রং: সবুজ শুভ সংখ্যা:

মিথুন (২১ মে - ২০ জুন)

আপনার চঞ্চল মনের জন্য আজটা একদম উপযুক্ত দিন। যোগাযোগ ও মিটিং–সব কিছুতেই আপনি ঝলসে উঠবেন। নতুন কিছু শিখতে পারেন আজ। প্রেম জীবনেও মিষ্টি কিছু মুহূর্ত অপেক্ষা করছে। তবে খরচের দিকে আজ একটু লাগাম টেনে চলা দরকার।

শুভ রং: হলুদ শুভ সংখ্যা:

কর্কট (২১ জুন - ২২ জুলাই)

আজ একটু আবেগপ্রবণ হতে পারেন। পুরনো স্মৃতি, পুরোনো সম্পর্ক- সব কিছু মনে পড়তে পারে আজ। কাজের জায়গায় একটু চাপ থাকলেও, আপনি শান্ত মাথায় কাজ করলে সব ঠিকঠাক সামলে নিতে পারবেন। পরিবারের কারও কাছ থেকে ভালো সাপোর্ট পাবেন।

শুভ রং: সাদা শুভ সংখ্যা:

সিংহ (২৩ জুলাই - ২২ আগস্ট)

আপনার আত্মবিশ্বাস আজ আকাশ ছোঁবে। যেকোনো চ্যালেঞ্জ সহজেই গ্রহণ করবেন। তবে গর্ব আর অহংকার- এই দুইয়ের মধ্যে সীমা রেখা টানতে হবে। কারও সাফল্যে ঈর্ষা নয়, বরং অনুপ্রেরণা নিন। প্রেমের সম্পর্ক আরও গভীর হতে পারে। নতুন কিছু কেনাকাটা করতেও ইচ্ছা হতে পারে।

শুভ রং: কমলা শুভ সংখ্যা:

কন্যা (২৩ আগস্ট - ২২ সেপ্টেম্বর)

আজ আপনার বিশ্লেষণী মন অনেক কাজে আসবে। কাজের জায়গায় কোন বড় দায়িত্ব পেতে পারেন। ঘর-গৃহস্থালির দিকেও মন যাবে বেশি। স্বাস্থ্য ভালো যাবে না, গ্যাস্ট্রিক বা মাথাব্যথা হতে পারে। প্রেমের ক্ষেত্রে একটু দ্বিধা থাকবে- তাই সময় নিয়ে এগোন।

শুভ রং: বাদামী শুভ সংখ্যা:

তুলা (২৩ সেপ্টেম্বর - ২২ অক্টোবর)

আজ আপনার জন্য ভারসাম্য বজায় রাখার দিন। কাজ ও সম্পর্ক—দুটোরই টানাপোড়েনে পড়তে পারেন। কেউ আপনাকে ভুল বুঝতে পারে, তাই কথা বলার সময় স্পষ্ট হও। প্রেমিক বা সঙ্গীর সঙ্গে মান-অভিমান হতে পারে, তবে ভালোবাসা থাকলে সব ঠিক হবে।

শুভ রং: গোলাপি শুভ সংখ্যা:

বৃশ্চিক (২৩ অক্টোবর - ২১ নভেম্বর)

আপনার ভেতরের আবেগ আজ কিছুটা আলোড়িত হতে পারে। পুরনো কিছু নাড়া দিতে পারে। তবু কাজের জগতে আপনি নিজের সেরাটা দিতে পারবেন। অর্থভাগ্য মোটামুটি। আজ কেউ আপনার মন ছুঁয়ে যেতে পারে। নতুন কোনো সম্পর্কের শুরু হতে পারে।

শুভ রং: নীল শুভ সংখ্যা:

ধনু (২২ নভেম্বর - ২১ ডিসেম্বর)

আজ আপনার মধ্যে ভ্রমণের ভাব থাকবে। বাইরে কোথাও যাওয়ার সুযোগ আসতে পারে বা নতুন কারও সঙ্গে দেখা হবে। কারও কাছ থেকে পজিটিভ সারপ্রাইজ পেতে পারেন। কাজের জায়গায় নিজের মতামত সাহস করে দিন, তাতেই ফল মিলবে। শরীর ও মন দুটোই চনমনে থাকবে।

শুভ রঙ: বেগুনি শুভ সংখ্যা:

মকর (২২ ডিসেম্বর - ১৯ জানুয়ারি)

আজ দায়িত্ব একটু বেশিই আসতে পারে আপনার কাঁধে, কিন্তু আপনি সামলাতে পারবেন। সহকর্মীদের সাহায্য পেলে কাজ আরও সহজ হবে। পরিবারের বড়দের সঙ্গে সময় কাটান—তাদের উপদেশ কাজে লাগবে। প্রেম নিয়ে দ্বিধা থাকলেও, সময় সব উত্তর দেবে।

শুভ রং: ধূসর শুভ সংখ্যা: ১০

কুম্ভ (২০ জানুয়ারি - ১৮ ফেব্রুয়ারি)

আজ মনটা উদার থাকবে। নিজের চিন্তা ও স্বপ্নগুলো বাস্তবে রূপ দিতে চাইবেন। বন্ধুদের সঙ্গে আনন্দঘন সময় কাটাতে পারেন। যাদের অনলাইন কাজ বা প্রযুক্তি-নির্ভর পেশা আছে, তাদের জন্য খুব ভালো সময়। আর্থিকভাবে একটু সাবধান হও দরকার।

শুভ রং: আকাশি শুভ সংখ্যা: ১১

মীন (১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ)

আপনার সৃজনশীল মন আজ জেগে উঠবে। কবিতা, গান, আঁকা, রান্না- যে কোনো কিছুতে মন বসাতে পারেন। প্রেমে নতুন মোড় আসতে পারে। পুরনো অভিমান ভুলে আবার শুরু করতে চাইলে এখনই সঠিক সময়। স্বাস্থ্য নিয়ে খুব একটা চিন্তা নেই।

শুভ রং: পার্পল শুভ সংখ্যা:

আজকের দিনে সব রাশির জন্য একটি সাধারণ বার্তা হলো— নিজের আবেগ ও চিন্তাভাবনাকে ব্যালেন্স করে চলুন। অস্থিরতা নয়, ধৈর্যই এনে দেবে আজ সাফল্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে জবিতে দোয়া মাহফিল

যুদ্ধবিমান বিধ্বস্ত / তারেক রহমানের বিরল রাজনৈতিক পদক্ষেপ 

স্থগিত এইচএসসি পরীক্ষার তারিখ নিয়ে যা বললেন শিক্ষা উপদেষ্টা

উত্তরায় বিমান বিধ্বস্ত / আহতদের জন্য জামায়াতের ৫০ লাখ টাকার সহায়তা ঘোষণা

ঢাকায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হলে কেমন ক্ষতি হবে?

বাড়িতে পৌঁছেছে পাইলট সাগরের লাশ

বিএনপি সব সময় মানবিক দুর্যোগে পাশে থাকে : যুবদল সভাপতি

উল্টে গেল মাইলস্টোনের শিক্ষার্থী বহনকারী ফ্রিজার ভ্যান

শেখ হাসিনার দুদকের ৬ মামলার বিচার হবে দুই আদালতে

প্রয়োজনে আবার ইরানে হামলা করবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প

১০

মাইলস্টোন ট্র্যাজেডি / বিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ, ক্ষতিপূরণ দিতে রুল

১১

মাইলস্টোনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, আহত ৩

১২

পরীমণির প্যানিক অ্যাটাক

১৩

সম্পর্কের সুখ ও স্থায়িত্বের জন্য স্বামী-স্ত্রীর বয়সের আদর্শ পার্থক্য কত

১৪

দেশের সব মসজিদে বিশেষ দোয়া

১৫

২৪ তারিখের এইচএসসি পরীক্ষা স্থগিত

১৬

উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৩১

১৭

মামুন হত্যা / সাবেক এএসপি কাফিসহ ২ জন রিমান্ডে

১৮

শাড়ি দেখে স্ত্রীর মরদেহ শনাক্ত করেন স্বামী

১৯

মেয়েকে দাফন করতে গেলেন মা-বাবা, ছেলে বার্ন ইউনিটে

২০
X