কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:১২ এএম
অনলাইন সংস্করণ

ডায়াবেটিস থাকলে কি কাঁচা পেঁয়াজ খাওয়া যায়, কী বলছে গবেষণা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভাতে-মাছে বাঙালির পরিচয় হলেও সাইড ডিশে চাই সালাদ। তবে সালাদ বলতে কিন্তু বাঙালি শুধু বুঝে লেবু-মরিচ আর শসা-পেঁয়াজ সঙ্গে টমেটো হলে মন্দ হয় না। শসা বা লেবু স্বাস্থ্যের জন্য ঠিক কতটা উপকারী তা বলা অপেক্ষা রাখে না। তবে প্রশ্ন হলো ডায়াবেটিস থাকলে কি কাঁচা পেঁয়াজ খাওয়া যায়? অনেকে বলে ডায়াবেটিস থাকলে কাঁচা পেঁয়াজ একবারেই খাওয়া যায় না। আবার অনেকে বলেন ডায়াবেটিসে কাঁচা পেঁয়াজ খাওয়া ভালো। তবে এ বিষয়ে গবেষণা কী বলছে, চলুন জেনে নেওয়া যাক।

আমেরিকার এন্ডোক্রিন সোসাইটির গবেষকদের এক গবেষণায় দেখা গেছে, কাঁচা পেঁয়াজ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে। বিশেষ করে টাইপ-২ ডায়াবেটিস রোগীদের জন্য কাঁচা পেঁয়াজ হতে পারে একটি কার্যকর উপাদান। ভারতীয় গণমাধ্যম এই সময়ের অনলাইনের প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য ওঠে আসে।

তবে চলুন জেনে নেওয়া যাক কাঁচা পেঁয়াজ কীভাবে সুগার লেভেল নিয়ন্ত্রণ করে—

পেঁয়াজের গ্লাইসেমিক ইনডেক্স কম হওয়ায় এটি খেলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে না। শুধু তাই নয়, পেঁয়াজে রয়েছে অ্যান্টিডায়াবেটিক উপাদান ‘মেটামরফিন’, যা রক্তের শর্করার মাত্রা প্রায় ৫০ শতাংশ পর্যন্ত কমাতে সহায়তা করে। এ ছাড়া পেঁয়াজে থাকা সালফার ইনসুলিন হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণে রাখে। এর সঙ্গে থাকা ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্টও ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী ভূমিকা রাখে।

পেঁয়াজ খেলে কি কোলেস্টেরল বাড়ে?

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের পাশাপাশি পেঁয়াজ কোলেস্টেরল কমাতেও ভূমিকা রাখে। গবেষণায় দেখা গেছে, টোটাল কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পেঁয়াজ সহায়ক। মূলত মেটাবলিক স্বাস্থ্যের জন্য পেঁয়াজকে উপকারী খাদ্য ধরা হয়।

পেঁয়াজ খেলে আরও কী কী উপকারিতা মেলে—

অন্ত্রের স্বাস্থ্যের জন্য পেঁয়াজ বেশ উপকারী। এতে থাকা ফাইবার হজমের সমস্যা দূর করতে সাহায্য করে এবং পেট সুস্থ রাখে। পাশাপাশি এটি অন্ত্রে ভালো ব্যাক্টেরিয়ার বৃদ্ধি বাড়ায়। প্রিবায়োটিক খাদ্য হিসেবে পুষ্টিবিদরাও নিয়মিত পেঁয়াজ খাওয়ার পরামর্শ দেন।

সংক্রমণ প্রতিরোধেও পেঁয়াজ কার্যকর। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান প্রদাহ কমাতে সহায়তা করে। এ ছাড়া প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা রাখতেও পেঁয়াজ উপকারী ভূমিকা রাখে।

কীভাবে পেঁয়াজ খেলে সবচেয়ে উপকারিতা পাবেন?

কাঁচা পেঁয়াজ খাওয়ার সবচেয়ে ভালো উপায় হলো সালাদে ব্যবহার করা। এ ছাড়া ডাল, তরকারি, মাছ বা মাংসেও পেঁয়াজ দিয়ে রান্না করা যায়। স্যুপ কিংবা স্টুতেও পেঁয়াজ যোগ করে খাওয়া সম্ভব। তবে প্রতিদিনের খাদ্যতালিকায় কাঁচা পেঁয়াজ রাখলে এর উপকারিতা সবচেয়ে বেশি পাওয়া যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে পুলিশের গাড়িতে আগুন

কপ৩০ সম্মেলন / জলবায়ু বিপর্যয় ঠেকাতে ব্রাজিলের চেষ্টা

আজ সেই ভয়াল ১২ নভেম্বর / ‘বাংলার মানুষ কাঁদো, ভোলার গাছে গাছে ঝুলছে মানুষের লাশ’

সব জায়গায় একই পাসওয়ার্ড ব্যবহার কতটা ঝুঁকি

সৌদিতে দক্ষ কর্মীর চাহিদা পূরণে আন্তরিকভাবে কাজ করছে বাংলাদেশ

বাংলাদেশ ছাড়ার আগে বিসিবিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য গামিনির

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন

অক্টোবরে সড়কে ঝরেছে ৪৬৯ প্রাণ

যা আগে ক্রিকেটে দেখা যায়নি, তা ঘটবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টে

আড়াই কোটির টাকার হেরোইনসহ মাদক কারবারি আটক

১০

‘ফ্যামিলি ম্যান ৩’ থেকে সরে যাওয়া নিয়ে মুখ খুললেন পরিচালক সুপর্ন

১১

চাকরির ইন্টারভিউতে যে ১২টি সাধারণ ভুল আমরা করি

১২

গুণগত ব্যবস্থাপনায় ইউল্যাবের আইএসও ৯০০১:২০১৫ অর্জন

১৩

উত্তরায় মাইক্রোবাসে আগুন

১৪

নতুন নিরাপত্তা চুক্তি করল অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া

১৫

কারাভোগের তিক্ত অভিজ্ঞতা নিয়ে মির্জা ফখরুলের স্ট্যাটাস 

১৬

সাদমান-জয়ের ফিফটিতে বাংলাদেশের নিয়ন্ত্রণে প্রথম সেশন

১৭

হাত-পা বাঁধা অবস্থায় নদীতে মিলল ব্যবসায়ীর মরদেহ

১৮

মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে পেট্রোল বোমা নিক্ষেপ

১৯

গাজীপুরে রাতভর ৩ বাসে আগুন, টহল জোরদার

২০
X