বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি মুন্সীগঞ্জ জেলার সিরাজদীখান উপজেলার ৩ জন শীর্ষ যুবদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ১০টায় কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়, উপজেলা যুবদলের আহ্বায়ক ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে থেকেও সংশ্লিষ্ট নেতারা জেলা যুবদলের সঙ্গে সমন্বয় না করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছেন। যার মাধ্যমে সংগঠনে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে বলে কেন্দ্রীয় কমিটির দৃষ্টিগোচর হয়েছে।
এ বিষয়ে কেন্দ্রীয় যুবদল আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আহ্বায়ক ইয়াছিন সুমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন এবং সদস্যসচিব মো. শাহাদাৎ শিকদারকে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছে।
আদেশে বলা হয়েছে, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সম্মুখে উপস্থিত হয়ে জবাব দিতে হবে।
কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত ওই নোটিশে উল্লেখ করা হয়, ব্যাখ্যা সন্তোষজনক না হলে সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন