কাউকে ভালো লাগা আর সম্পর্ক গড়ে তোলা— এই দুইয়ের মাঝে অনেক পার্থক্য আছে। আমরা অনেক সময় ভালো লাগাকে ভালোবাসা মনে করে ফেলে যাই সম্পর্কে। কিন্তু সম্পর্ক মানে শুধু ভালো সময় নয়, মানিয়ে চলা, বোঝাপড়া আর ভবিষ্যতের জন্য একসঙ্গে ভাবার বিষয়ও।
সম্পর্কে জড়ানোর আগে কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে ভাবা দরকার। কারণ একবার ভুল সিদ্ধান্ত নিলে সেটার প্রভাব অনেক বছর ধরেই বয়ে বেড়াতে হয়।
আরও পড়ুন : সম্পর্ক সুন্দর রাখার ৯ সহজ উপায়
আরও পড়ুন : খেলাধুলা নয়, রিলেশনশিপ কৌশলের নাম বেঞ্চিং
চলুন জেনে নিই, সম্পর্কে যাওয়ার আগে কোন ৫টি বিষয় অবশ্যই খেয়াল রাখা উচিত।
ভালোবাসা অনেক বড় ব্যাপার, কিন্তু একসঙ্গে পথ চলার জন্য চিন্তাভাবনায় মিল থাকা আরও বড়। আপনারা দুজন কেমন জীবন চান, ভবিষ্যৎ নিয়ে কেমন স্বপ্ন দেখেন— এই বিষয়গুলো মিলছে কিনা আগে বুঝে নিন। শুধু এখনকার ভালো লাগায় না ভেসে গিয়ে ভবিষ্যৎ ঝুঁকিতে ফেলা ঠিক না।
প্রেমিক বা প্রেমিকা হিসেবে সে আপনার সাফল্যে খুশি হচ্ছে— এইটা তো স্বাভাবিক, তাই না? কিন্তু বাস্তবে অনেক সময় ব্যাপারটা তেমন হয় না। বিশেষ করে যখন একজন অনেক ভালো করছে, আরেকজন পিছিয়ে পড়ে, তখন হিংসা বা অবমূল্যায়ন চলে আসে।
তাই সম্পর্ক শুরু করার আগেই বুঝে নেওয়ার চেষ্টা করুন— আপনার স্বপ্ন, আপনার সাফল্য সে কতটা আন্তরিকভাবে মেনে নিতে পারে।
প্রেমের শুরুর দিকে আমরা প্রায়ই নিজেদের সেরা রূপে দেখাতে চাই। কিন্তু সময়ের সঙ্গে আসল রূপ বেরিয়ে আসে, যা খুব স্বাভাবিক। তখন যদি আপনার পছন্দের মানুষ আপনার দুর্বলতা বা অভ্যাস দেখে বিরূপ আচরণ করে, তাহলে সেটা কিন্তু ভবিষ্যতের জন্য খারাপ ইঙ্গিত।
তাই শুরু থেকেই চেষ্টা করো নিজের মতো করে থাকতে। নিজের ‘খুঁত’ লুকিয়ে না রেখে বরং দেখুন, এগুলো সে কিভাবে নেয়।
সম্পর্কে মতের মিল সবসময় হবেই এমন নয়। প্রশ্ন হলো, ভিন্নমত হলে সে কেমন আচরণ করে? তর্ক করলে কী অসম্মান করে, রেগে যায়, নাকি ঠান্ডা মাথায় বোঝে?
এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ। কারণ ছোটখাটো তর্ক থেকে বড় মানসিক ক্ষত তৈরি হতে পারে, যদি একজনের প্রতিক্রিয়া আক্রমণাত্মক হয়।
সে হয়তো আপনার সঙ্গে খুব ভালো ব্যবহার করে। কিন্তু রিকশাচালক, দোকানদার বা অফিসের জুনিয়রদের সঙ্গে কেমন আচরণ করে, সেটা লক্ষ করুন। কারণ, একটা মানুষের আসল স্বভাব দেখা যায়, সে কিভাবে ক্ষমতাহীন মানুষের সঙ্গে কথা বলে।
আরও পড়ুন : বিয়ের জন্য আপনি প্রস্তুত তো? নিজেকে যাচাই করুন ৬ প্রশ্নে
আরও পড়ুন : ব্রেক আপের কত দিন পর নতুন করে সম্পর্কে যাওয়া উচিত
ভালোবাসা মানে শুধু ভালো লাগা না— এটা মানে একসঙ্গে পথ চলার প্রতিজ্ঞা। সম্পর্ক গড়ার আগে আবেগ নয়, কিছুটা বাস্তবতা দিয়ে ভাবা জরুরি। কারণ সঠিক মানুষকে বেছে নিতে পারলে সম্পর্ক হয়ে ওঠে জীবনের আশ্রয়। আর ভুল মানুষ হলে... সেটা হতে পারে আজীবনের আফসোস।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া
মন্তব্য করুন