প্রধান বিচারপতিসহ অ্যাপিলেড ডিভিশনের ৭ জন বিচারপতির পদত্যাগ চেয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদ।
শনিবার (১০ আগস্ট) দুপুর ১২টার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এই দাবি জানান তিনি।
স্ট্যাটাসে আসিফ মাহমুদ বলেন, ফ্যাসিস্ট হাসিনা কর্তৃক নিয়োগকৃত প্রধান বিচারপতিসহ অ্যাপিলেড ডিভিশনের ৭ জন বিচারপতির পদত্যাগ চাচ্ছি আমরা।
তিনি বলেন, জেলা জজ কোর্টের সাথে এর কোনো সম্পর্ক নেই। বৈষম্যবিরোধী ছাত্র অন্দোলনের সকলের প্রতি আহ্বান কোনো জেলায় জজ কোর্টের দিকে অবস্থান নেবেন না। বিভ্রান্ত হওয়ার কিছু নেই, আমাদের দাবি ও কর্মসূচি স্পষ্ট। শান্তিপূর্ণ ভাবে শুধুমাত্র হাইকোর্টের আশেপাশে অবস্থান নিন।
আসিফ বলেন, পরাজিত শক্তি ফ্যাসিস্ট আওয়ামী লীগের ষড়যন্ত্র রুখে দিতে এবং দেশ গঠনে জাতীয় ঐক্য গড়ে তুলুন।