কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪, ০৮:২৯ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ০৯:২২ পিএম
অনলাইন সংস্করণ

নির্দোষ ব্যক্তিদের নামে হওয়া মামলা আইন মেনে প্রত্যাহারের নির্দেশ

পুলিশ সদর দপ্তরে নবনিযুক্ত আইজিপি বাহারুল আলমের বৈঠক। ছবি : কালবেলা
পুলিশ সদর দপ্তরে নবনিযুক্ত আইজিপি বাহারুল আলমের বৈঠক। ছবি : কালবেলা

৫ আগস্ট পরবর্তী সময়ে নিরীহ ও নির্দোষ কারও নামে মামলা হলেও যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তা প্রত্যাহারের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। পাশাপাশি ওই সময়ে করা মামলাগুলোর যথাযথভাবে তদন্ত করারও নির্দেশনা এসেছে।

শনিবার (২৩ নভেম্বর) পুলিশ সদর দপ্তরে এক বৈঠক থেকে নবনিযুক্ত আইজিপি বাহারুল আলম মাঠ পর্যায়ে দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তাদের এ নির্দেশনা দেন।

বাহারুল আলম গত বৃহস্পতিবার আইজিপির দায়িত্ব নেন। নানা আনুষ্ঠানিকতা সেরে আজ তিনি দেশের সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে দেশের বিভিন্ন মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও ৬৪ জেলার পুলিশ সুপারের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় করেন। এতে পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন। ওই সভা থেকে মাঠ পুলিশের কর্মকর্তাদের নানা গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন তিনি।

পুলিশ প্রধান বলেন, ‘কোনো নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না। নিরীহ কারও নামে মামলা হলেও যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তা প্রত্যাহারের ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

কোনো পুলিশ সদস্যকে অযথা ভিকটিমাইজ করা হবে না জানিয়ে আইজিপি পুলিশ সদস্যদের মনোবল বাড়াতে মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলার পুলিশ সুপারদের ফোর্সের সঙ্গে নিয়মিত মতবিনিময় করার জন্য নির্দেশ দেন। পাশাপাশি জনগণের সঙ্গে জনসংযোগ বাড়ানোর জন্য মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের প্রতি নির্দেশনা আসে পুলিশ প্রধানের কাছ থেকে।

তিনি বলেন, পুলিশকে জনগণের কাছে যেতে হবে। সাধারণ মানুষের সমস্যা বা অভিযোগ শুনতে হবে এবং সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

আইজিপি বলেন, বর্তমান পরিস্থিতিতে জনগণের প্রত্যাশা অনেক। কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব হলে তা মোকাবিলায় পুলিশকে ধৈর্যের সঙ্গে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।

সভায় উপস্থিতি পুলিশ কর্মকর্তাদের সূত্র জানায়, মতবিনিময় সভায় ৫ আগস্টের ঘটনায় পুলিশের অস্ত্র লুণ্ঠনের বিষয়টিও উঠে আসে। আইজিপি পুলিশের লুণ্ঠিত অস্ত্র উদ্ধার কার্যক্রম আরও জোরদার করার জন্য নির্দেশনা দেন।

পুলিশ সদর দপ্তরের ডিআইজি (অপারেশনস) মো. রেজাউল করিমের সঞ্চালনায় সভায় সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। পুলিশ সদর দপ্তর প্রান্তে অতিরিক্ত আইজি মো. গোলাম কিবরিয়া, অতিরিক্ত আইজি মো. আকরাম হোসেন, অতিরিক্ত আইজি আবু নাসের মোহাম্মদ খালেদ, ডিআইজি মো. কামরুল আহসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ সন্তানকে কোলে নিতে আদালত প্রাঙ্গণে বাবার কান্না

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় কাজিকি, সরিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ মানুষকে

সরকারি নিয়োগ নিয়ে জরুরি নির্দেশনা 

প্রাণ ফিরছে সাদাপাথরে, বাড়ছে পর্যটকের ভিড়

রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি ১১ দেশের

নির্বাচনে নয়, দায়িত্বে থাকতে চান বিসিবি সভাপতি বুলবুল

ভিকারুননিসা-হবিগঞ্জের ঘটনায় হেফাজতে ইসলামের ক্ষোভ প্রকাশ

সিলেটে কুরিয়ার ভ্যানে ডাকাতি, গ্রেপ্তার ৬

ফেসবুকে প্রেম, বিয়ে করতে কুষ্টিয়ায় চীনা যুবক

গুণী অভিনেত্রী জাহানারা ভূঁইয়ার ইন্তেকাল

১০

ইতিহাস আমাদের বিচার করবে : মুসলিম দেশগুলোর উদ্দেশে ইরান

১১

‘ক্যানসারে আক্রান্ত তৌহিদ আফ্রিদি’

১২

ফজলুর রহমান চাইলেন ৭ দিন, বিএনপি দিল ২৪ ঘণ্টা

১৩

বাস-প্রাইভেটকারের সংঘর্ষে নিহত বেড়ে ৪

১৪

ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা

১৫

চিকুনগুনিয়া টিকার লাইসেন্স স্থগিত করল যুক্তরাষ্ট্র

১৬

সারা দেশে একযোগে ১৮৯ বিচারককে বদলি

১৭

জেলা-উপজেলায় আনসার বাহিনীর নির্বাচনী প্রশিক্ষণ শুরু

১৮

ওজন কমাতে ৭ প্রচলিত ধারণা ভুলে গেলেই ফল আসবে আরও সহজে

১৯

হিজাববিদ্বেষী শিক্ষিকার শাস্তি চাইল বাংলাদেশ খেলাফত মজলিস 

২০
X